'Pherari Mon': ৫০০ পর্ব পার করল 'ফেরারি মন'! এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
Daily Serial Update: অন্তঃসত্ত্বা হওয়ার একটি মিথ্যা গল্প সাজিয়ে, নিখিল ও পামেলা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রায়বর্মন পরিবার যদিও বা বিষয়টি মেনে নেয়, তুলসির সন্দেহ হতে থাকে। তারপর?
কলকাতা: পায়ে পায়ে ৫০০ পার। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পূর্ণ করল ৫০০ পর্ব (Pherari Mon Completes 500 Episodes)। আর তাই কাজের ফাঁকে, শ্যুটিংয়ের মাঝে, সেটেই কেক কেটে হল সেলিব্রেশন। অংশ নিল ধারাবাহিকের গোটা টিম। এমন অবস্থায় 'ফেরারি মন' ধারাবাহিকের গল্প ঠিক কোথায় দাঁড়িয়ে? (Daily Serial Update)
'ফেরারি মন' ধারাবাহিকের ৫০০ পর্ব পার, কোথায় দাঁড়িয়ে গল্প?
তুলসি কি পারবে নিখিলের কারসাজির কবল থেকে পামেলাকে বাঁচাতে? এই প্রশ্নই এবার দেখা দেবে 'ফেরারি মন' ধারাবাহিকদের দর্শকের মনে। কিন্তু কেন? ঠিক কী দেখানো হচ্ছে ধারাবাহিকে এখন?
অন্তঃসত্ত্বা হওয়ার একটি মিথ্যা গল্প সাজিয়ে, নিখিল ও পামেলা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রায়বর্মন পরিবার যদিও বা বিষয়টি মেনে নেয়, তুলসির সন্দেহ হতে থাকে। তার সন্দেহ হয় পামেলার সন্তানসম্ভবা হওয়া নিয়ে। তুলসি নিজে সত্যিটা জানার চেষ্টা শুরু করে। প্রথম থেকেই এই বিয়ের বিরুদ্ধে ছিল তুলসি, কারণ প্রমাণ করতে না পারলেও নিখিল তার বোন তিতিরের হত্যাকারী। তাই, এমন একজন খুনির সঙ্গে পামেলার বিয়ে হতে দিতে চায় না তুলসি।
নিখিলকে জামাই বরণ করার সময় তুলসি বাধা দিতে গেলে, তুলসিকে চমকে দিয়ে, পরমা জামিনে ছাড়া পেয়ে নিখিলের পাশে এসে দাঁড়ায়। তার এই ফিরে আসা কোন নতুন ঝড় তুলবে তুলসির জীবনে? আদৌ কি তুলসি পারবে পামেলা নিখিলের বিয়েটা আটকাতে, নাকি নিখিলের কারসাজির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে সে? এরপর কী ঘটবে তা জানতে হলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কালার্স বাংলায় চোখ রাখতে হবে ‘ফেরারি মন’ ধারাবাহিকে।
আরও পড়ুন: Top Social Post: ৪৩-এর জন্মদিন উদযাপন রানির, ছুটিযাপনের ছবি শেয়ার সন্দীপ্তার, আজকের সোশ্যালের সেরা
'ফেরারি মন' ধারাবাহিক এ পর্যন্ত...
কিছুদিন আগেই জানা যায়, এই ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় বছর ২। এখন তুলসি ও অগ্নির জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। ২ বছর পর তুলসি ফিরে এসেছে একজন সফল আইএএস অফিসার হিসেবে, নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে। কিন্তু তাঁর এই আনন্দ ক্ষণস্থায়ী হয় যখন অগ্নি তার নিজের রাজনৈতিক সফর শুরু করে। তাদের পরস্পর বিরোধী পেশা এবং মতাদর্শ তাদের সম্পর্কে ফাটল তৈরি করে। তাদের স্বপ্ন এবং ন্যায়বিচারের অন্বেষণে নিজ নিজ পথে চলার সময় বিরোধ সৃষ্টি হতে শুরু করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।