Prantik Banerjee: চরিত্রের প্রয়োজনে বদলেছেন লুক, প্রান্তিক বলছেন, 'তিন ভুবনের পারে এখনও প্রাসঙ্গিক'
Bengali Serial: প্রান্তিক বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন এই কাজটি করার জন্য। কী সেটা? অভিনেতা বলছেন...
কলকাতা: এবার ছোটপর্দায় 'তিন ভুবনের পারে' (Teen Bhuboner Pare)। আর সেই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। আপাতত জোরকদমে চলছে শ্যুটিং। কেমন চলছে কাজ, মন্টুর চরিত্রে অভিনয়ের জন্য কী কী প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই তুলে ধরলেন প্রান্তিক।
প্রান্তিক বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন এই কাজটি করার জন্য। কী সেটা? অভিনেতা বলছেন, 'তিন ভুবনের পারে-তে মণ্টুকে ফুটিয়ে তোলার জন্য যে প্রথম যেটা করতে হয়.. সেটা হল দাড়ি কামিয়ে ফেলা, গোঁফ রাখা আর চুল লম্বা রাখতে হয়েছে। আসলে আগেকার দিনের যে লুকটা..সেটা তৈরি করার জন্যই এই লুকের পরিবর্তন। টেলিভিশনে কাজ করার সময় এটা জরুরি।'
কেমন অভিজ্ঞতা হচ্ছে এই ধারাবাহিকে অভিনয় করে? প্রান্তিক বলছেন, 'গোটা দিনটা তো এখানেই কেটে যাচ্ছে। বিশেষ করে কোনও অভিজ্ঞতার কথা বলতে পারব না, তবে কাজ করতে ভাল লাগছে অবশ্যই। মন্টু হয়েই '৩ ভুবনের পারে'-র এক পাড়ে দাঁড়িয়ে শীতকাল, ক্রিসমাস সবই কেটে যাচ্ছে।' আর শ্যুটিংয়ের বাইরে কিভাবে সময় কাটান অভিনেতা? প্রান্তিক বলছেন, 'শ্যুটিংয়ের বাইরে বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটে আমার। কারণ অনেকটা সকালে কলটাইম থাকে আর ফিরি অনেক রাত করে। ফলে তেমনভাবে অন্যকিছ করার অবসর পাচ্ছি না আপাতত। কাজের জায়গাটাই পরিবারের মতো হয়ে গিয়েছে।'
১৯৬৯ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছেন 'তিন ভুবনের পারে' (Teen Bhubaner Pare)। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), তনুজা (Tanuja), তরুণ কুমার (Tarun Kumar), রবি ঘোষ (Rabi Ghosh) ও অন্যান্যরা। সেই গল্প, ২০২৩ সালে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন প্রান্তিক? অভিনেতা বলছেন, 'এই ধরণের গল্পকে সময় দিয়ে মাপা যায় না। এগুলি সবসময়েই প্রাসঙ্গিক। আমাদের পাশের মানুষটার সমর্থেই আমরা হয়তো অনেকটা পথ এগিয়ে যাই। তিনি কখনও স্ত্রী, কখনও মা... কখনও অন্য কোনও চরিত্র। গল্পের ধারা অনুযায়ী মন্টুর স্ত্রী ওকে লেখাপড়া শিখিয়ে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে, আক্ষরিক অর্থেই মানুষ করার চেষ্টা করছে। এটা ভীষণ প্রাসঙ্গিক এখনও। মানুষের সাপোস্ট সিস্টেম হওয়াটা খুব জরুরি।'
আকাশ আটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Year Ender 2023: পরম-পিয়া থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা.. টলিউড-বলিউডে এই বছর চার হাত এক হল যাঁদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।