West Bengal News Live: পথ দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরায় গিয়ে পুলিশ আবিষ্কার করল একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
West Bengal News: জেলা থেকে শহর এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে দেখুন এবিপি আনন্দ, চোখ রাখুন এবিপি লাইভে।
LIVE

Background
Tangra Case Live: প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত, গতকাল হয়নি, কেন?
তাঁরা আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের খুন করা হয়েছে? প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত, গতকাল হয়নি, কেন? গতকাল সন্ধে থেকে গোটা বাড়ি অন্ধকার ছিল? গতকাল ট্যাংরার বাড়িতে এসেছিলেন ১২ থেকে ১৫ জন, দাবি প্রত্যক্ষদর্শীর। এরা কারা, কেন এসেছিলেন বাড়িতে? বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ফুটেজে নজর। পুলিশ কুকুর আনিয়ে চলছে তদন্ত, ঘটনাস্থল ঘুরে গেলেন সিপি, জয়েন্ট সিপি ক্রাইম।
Tangra Mysterious Death: মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী
মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ। ১ জনের শিরা কাটা অবস্থায় ছিল, ১ জনের গলা, শিরায় ছিল কাটার দাগ। বাকি ১ জনের শরীরে কোনও ক্ষতচিহ্ন ছিল না, তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল, খবর সূত্রের।
West Bengal Crime News: চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ
খাস কলকাতায় ভয়াবহ কাণ্ড! পথ দুর্ঘটনার পর ট্যাংরায় গিয়ে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ।
Kolkata Crime News Live: মৃত্যু ঘিরে রহস্য, কেন দেহ বাড়িতে রেখে বেরিয়েছিলেন ২ আরোহী?
ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ৩ জনের দেহ। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল। মৃত ১ গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। কী কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ। সকালে অভিষিক্তার সামনে পথ দুর্ঘটনায় আহত ৩। আহতদের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার। ঠিকানা মিলিয়ে ট্যাংরায় গিয়ে ৩ জনের দেহ উদ্ধার। মৃত্যু ঘিরে রহস্য, কেন দেহ বাড়িতে রেখে বেরিয়েছিলেন ২ আরোহী?
Kolkata Crime News Live: প্রাথমিক তদন্তে কী অনুমান পুলিশের?
ট্যাংরার যে বাড়ি থেকে একই পরিবারের ৩ সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে ঘটনাস্থল পরিদর্শনে যান জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। পুলিশ সূত্রে খবর, মৃত এক গৃহবধূর স্বামী আজ সকালেই পথ দুর্ঘটনায় আহত হয়ে রুবি হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনায় ঠিকানার সূত্র ধরে ট্যাংরার বাড়িতে পৌঁছয় পুলিশ। আর তখনই একই পরিবারের তিনজনের মৃতদেহ সামনে আসে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পরিবারিক কারণেই এমন ঘটনা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বিষয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
