Ram Krishnaa: বিশ্বাসের রথের রশিতে পড়বে টান, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে রাম?
Bengali Serial: শ্লীলতাহানির অভিযোগ রামের বিরুদ্ধে। সেই সুযোগে পারিবারিক মন্দিরের রথের রশিতে টান দেওয়ার স্বপ্ন পূরণ করতে চায় শিবা। ফের কি অপমানের স্বীকার হবে রাম নাকি পারবে নিজের যোগ্যতা প্রমাণ করতে?
কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এবার বিশ্বারের রথের রশিতে (Ratha Yatra 2024) পড়বে টান? প্রতিকূলতার মাঝে কার জয় হবে এবার? নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে ভিত্তিহীন তা প্রমাণ করতে পারবে সে?
প্রতিকূলতার মাঝে হবে কার জয়?
প্রভু জগন্নাথ দেবের স্বপ্নাদেশে, গোবিন্দপুরের রাধা-কৃষ্ণ মন্দিরে বহু বছরের পুরনো একটা সংস্কার চলে আসছে। সংস্কারটি হল, ভট্টাচার্য পরিবারের যিনি প্রধান তার অনুমতি নিয়ে, তারই মনোনীত পরিবারের কোনও সদস্য অন্য পূজারীদের সঙ্গে রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন না করলে রথের চাকা একপাকও ঘুরবে না। বিগত কয়েক বছর ধরে নারায়ণ এই দায়িত্ব তার যোগ্য উত্তরাধিকারী রামকেই দিয়েছেন। এটা নিয়ে শিবার মনে অত্যন্ত ক্ষোভ ছিল।
রোহিনী মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী লিলি, তার বসের পরিকল্পনা অনুযায়ী রামকে 'ছায়া আর্কিটেক্টস' থেকে তাড়ানোর জন্য ফন্দি আঁটে। এক ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত করে রামকে। লিলির প্রভাবে, নতুন নিয়োগ পাওয়া প্রিয়ঙ্কা রামকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে। ফলে এই বছর রামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আসায় সেই সুযোগ নিয়ে শিবা মন্দিরের পূজারী ও ভক্তদের প্ররোচনা দেয়, যে তারা যেন রামকে রথের দড়ি ছুঁতে না দেয়। তাহলে চরম অমঙ্গল হবে। সকলে যেন এবার নারায়ণকে রামের বদলে শিবাকে এই দায়িত্ব দিতে বলে, এই বুদ্ধি দেয় শিবা।
রথের দিন নারায়ণ রামকে রথ টানার অনুমতি দিলে পূজারী ও ভক্তরা অপবিত্র রামের বদলে শিবাকে দিয়ে রথযাত্রা উদ্বোধন করতে বলে। নারায়ণ এবং কৃষ্ণা তাদের অনেক বোঝালেও কাজ হয় না। নারায়ণ বলে, শিবা যদি রামের চেয়ে পবিত্র হয়, তবে সে একা এই বড় রথের দড়ি টেনে রথের চাকা ঘোরাক। শিবা আপ্রাণ চেষ্টা করেও রথের চাকা একচুলও নড়াতে পারে না। ব্যর্থ হয়ে, সে চ্যালেঞ্জ করে, রামও একা রথের চাকা ঘোরাতে পারবে না। এবার নারায়ণ রামকে অনুমতি দিলে রাম রথের দড়ি ধরে। রাম কি পারবে নারায়ণের সম্মান রক্ষা করতে?
আরও পড়ুন: Tollywood New Film: পরাণ, দিতিপ্রিয়া, সোহমকে নিয়ে নতুন মজার ছবি, থাকছেন মীরও
এরপর কী হবে জানতে হলে দেখুন, 'রাম কৃষ্ণা' প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়, কালার্স বাংলায় এবং যে কোনও সময়ে জিও সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।