'Phaguner Mohona': 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ, নয়া রূপে দেখা যাবে ঋজুকে
New Character: সান বাংলার 'ফাগুনের মোহনা'য় এবার বড়সড় চমক আসতে চলেছে। উত্তেজনার পারদ এবার তুঙ্গে। আয়ুষ ও রুমঝুমের মাঝে এবার আসছে 'অরুণাভ'। এই অরুণাভর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ঋজু বিশ্বাসকে।
কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফাগুনের মোহনা'য় (Phaguner Mohona) এবার আসতে চলেছে নতুন মোড়। 'বাজিগর' হয়ে ধারাবাহিকে হাজির হবেন নতুন এক মুখ। কাকে দেখা যাবে এবার নতুন চরিত্রে?
'ফাগুনের মোহনা' ধারাবাহিকে নয়া মোড়
সান বাংলার 'ফাগুনের মোহনা'য় এবার বড়সড় চমক আসতে চলেছে। উত্তেজনার পারদ এবার তুঙ্গে। আয়ুষ ও রুমঝুমের মাঝে এবার আসছে 'অরুণাভ'। এই অরুণাভর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ঋজু বিশ্বাসকে (Riju Biswas)। ধারাবাহিকে আসতে চলেছে নতুন চরিত্র।
টেলিভিশন জগতে ঋজু অত্যন্ত পরিচিত মুখ। 'বউ কথা কও', 'তোমায় আমায় মিলে'-এর মত বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে ঋজু দাপিয়ে কাজ করেছেন। তবে সব সিরিয়ালের নিপাট ভাল মানুষের চরিত্রে দেখা গিয়েছে ঋজুকে। এই প্রথম 'ফাগুনের মোহনা'য় ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। কেমন সেই চরিত্র? ঋজুর কথায়, 'আপাতভাবে শিক্ষিত ভদ্র মনে হলেও একটা নেগেটিভ শেড আছে এই চরিত্রে। তবে পুরোপুরি খলনায়ক বলা যাবে না একেবারেই।' একজন প্রযোজক-পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ধারাবাহিকের নায়ক আয়ুষ এবং তাঁর পরিবারের সঙ্গে অরুণাভর শত্রুতা। অনেকটা 'বাজিগর'-এ শাহরুখের মত চরিত্রে দেখা যাবে ঋজুকে। কিন্তু শেষটাও কি বাজিগরের মত হবে? সিরিয়াল যত এগোবে, ততই জট খুলবে।
আসছে 'ফাগুনের মোহনা', ধারাবাহিকের প্রেক্ষাপট
চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় 'ফাগুনের মোহনা'। এই ধারাবাহিকের গল্প মূলত আবর্তিত হয় এক মহাতারকা ও এক গ্রামের মেয়েকে ঘিরে। দুই প্রধান চরিত্রের নাম আয়ুষ ও রুমঝুম। আয়ুষ পেশায় অভিনেতা, যুবক ও অত্যন্ত সফল কিন্তু প্রচণ্ড দাম্ভিক। অন্যদিকে রুমঝুম সরল, সাদাসিধে গ্রামের একটি মেয়ে। তাঁদের দুজনের জগত এক্কেবারে আলাদা। কিন্তু কপালের লিখন। তাঁদের জীবন যে কখন এক সুতোয় বাঁধা পড়বে তার কোনও আন্দাজই নেই আয়ুষ ও রুমঝুমের।
আয়ুষের পৃথিবীতে রুমঝুম ভিড়ের মধ্যে থাকা একটা মুখ মাত্র। যাঁর অন্য কোনও পরিচিতিই নেই। কিন্তু রুমঝুমের কাছে আয়ুষই তাঁর গোটা পৃথিবী। সে কেবল আয়ুষের একনিষ্ঠ ভক্তই নয়, রীতিমতো তাঁকে আদর্শ মেনে চলে। আর সেই আদর্শের খোঁজেই নিজের গ্রাম ছেড়ে অজানার পথে পাড়ি দেয় রুমঝুম। শেষ পর্যন্ত কি তাঁর আয়ুষের সঙ্গে দেখা হবে? বড় শহরে মানিয়ে নিয়ে থাকতে পারবে রুমঝুম? আয়ুষ ও রুমঝুমের জীবনে কী লেখা রয়েছে? এই প্রেক্ষাপটে শুরু হলেও এখন অনেকটাই এগিয়েছে ধারাবাহিকের গল্প।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন