Tumpa Autowali: আবিরের জীবনে নতুন চরিত্রের প্রবেশ, মেঘনার কী ভূমিকা 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে?
Daily Serial Update: ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘনা ও আবির, ছোটবেলার বন্ধু, এবং তাদের দুই পরিবারও একে অপরের খুব কাছের। প্রায় বছর দশেক আগে, মেঘনা ও তার পরিবার বিদেশে এক দুর্ঘটনার শিকার হয়।
কলকাতা: কালার্স বাংলা (Colors Bangla) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। এবার সেই ধারাবাহিকের প্রবেশ করতে চলেছে এক নয়া চরিত্র (new character entry)। কাকে দেখা যাবে এই নতুন ভূমিকায়? কেমন তাঁর চরিত্র?
'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নয়া চরিত্রের প্রবেশ
'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের স্টারকাস্টে যোগ দিলেন সুরঞ্জনা রায় (Suranjana Ray)। তাঁর চরিত্রের নাম হতে চলেছে মেঘনা। কী এই চরিত্রের ভূমিকা?
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘনা ও আবির, ছোটবেলার বন্ধু, এবং তাদের দুই পরিবারও একে অপরের খুব কাছের। প্রায় বছর দশেক আগে, মেঘনা ও তার পরিবার বিদেশে এক দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত, সেই দুর্ঘটনায় বাবা ও মা, দুজনকেই হারায় মেঘনা। দুর্ঘটনার পর মেঘনা নিজে কোমায় চলে যায়। মল্লিক পরিবার জানত না যে সে সেরে উঠেছে। সকলেরই ধারণা ছিল, মেঘনাকেও বাঁচানো সম্ভব হয়নি।
সম্প্রতি, কোমা থেকে সেরে উঠেছে মেঘনা। কিন্তু তার স্মৃতি সম্পূর্ণ রূপে ফিরে পায়নি। অনেক কিছুই তার মনে নেই। একদিকে যেমন আবিরকে তার সম্পূর্ণভাবে মনে আছে, তেমনই অন্য বিশেষ কিছুই তার মনে নেই। কোমা থেকে ফেরার পর থেকে আবিরের সঙ্গে দেখা করতে উঠে পড়ে লেগেছে মেঘনা। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমনই হোক, মেঘনা এখনও তার ছোটবেলার মতোই সেই উচ্ছ্বসিতই রয়েছে, তার জীবন ও স্বভাব যেন বছর দশেক আগেই থমকে গিয়েছে। এবার মেঘনা এসে টুম্পা ও আবিরের জীবনে কী প্রভাব ফেলে, সেটাই দেখার।
এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবির। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে।
তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবিরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।