‘Tumii Je Amar Maa’: 'তুমি যে আমার মা' ধারাবাহিকে স্যুইটি দেশপাণ্ডের আগমন, চিনতে পারছেন এই অভিনেতাকে?
Daily Serial Update: ছদ্মবেশে 'লাভবার্ড', স্যুইটি দেশপাণ্ডে। নিজের জীবনে ফের আরোহীকে ফিরিয়ে আনতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে অনি। কোনও উপায় না পেয়ে এবার নিজের অন্দরের 'ড্রামা ক্যুইন'কে জাগিয়ে তুলেছে সে।
কলকাতা: এ যেন ঠিক, 'উল্টে দেখো পাল্টে গেছি'। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা'-এ ('Tumii Je Amar Maa') নতুন চরিত্রের আগমন? তিনি কে? অনি না কি স্যুইটি? চিনতে পারা যাচ্ছে কি?
'তুমি যে আমার মা' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন?
ছদ্মবেশে 'লাভবার্ড', নাম স্যুইটি দেশপাণ্ডে। নিজের জীবনে ফের আরোহীকে ফিরিয়ে আনতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে অনি। কোনও উপায় না পেয়ে এবার নিজের অন্দরের 'ড্রামা ক্যুইন'কে জাগিয়ে তুলেছে সে। অনি এখন তাই সুন্দরী স্যুইটি দেশপাণ্ডে। কেন? ঠিকই ধরেছেন। আরোহীর নতুন হোম ডেলিভারি ভেঞ্চার, 'আরোহীর হেঁশেল'-এ, তার সহকর্মী হয়ে তাকে সাহায্য করতে হাজির স্যুইটি।
কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই ঘটনার কোনও আঁচ না পেয়ে এবং একেবারেই না বুঝে মানিক পড়েছে স্যুইটির প্রেমে। গোটা ঘটনা সম্পর্কে তাঁর কোনও আন্দাজই নেই। ধারাবাহিকে সবমিলিয়ে এখন মজার আবহ, ড্রামাও চূড়ান্ত, এত কাণ্ড করে শেষ পর্যন্ত কি আরোহীর ভালবাসা জিততে পারবে অনি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে নজর রাখতে হবে প্রত্যেকদিন রাত সাড়ে ৮টায়, কালার্স বাংলায়, 'তুমি যে আমার মা' ধারাবাহিকে।
View this post on Instagram
প্রসঙ্গত, অক্টোবর মাসের শেষের দিকেই এই ধারাবাহিক ৫০০ পর্ব পার করেছে। সেটেই কেক কেটে, মহাসমারোহে উদযাপন করেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা। ২০২২ সালের ৬ জুন পথচলা শুরু করে এই ধারাবাহিক। এরপর ২০ অক্টোবর, ২০২৩ সালে তাদের ৫০০তম পর্ব সম্প্রচারিত হয়। এই গোটা উদযাপনে তাঁরা আয়োজন করেছিলেন এক সারপ্রাইজের। তাঁরা প্রত্যেকে কালার্স বাংলার পুজোর গান 'পুজো হোক পুজোর মতো'র সুরে পা মিলিয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।