এক্সপ্লোর
Advertisement
‘দঙ্গল’-এর আমিরের থেকে ১০ গুণ বেশি কড়া ছিলেন মহাবীর, বললেন ভীনেশ ফোগত
নয়াদিল্লি: ‘দঙ্গল’-এর ‘হানিকারক বাপু’ আমির খানের থেকে অন্তত ১০ গুণ বেশি কড়া প্রশিক্ষক ছিলেন তাঁর জেঠা মহাবীর সিংহ ফোগত। এমনটাই মত অলিম্পিয়ান ভীনেশ ফোগতের।
কমনওয়েলথ গেমসে পদক জেতা ভীনেশ বলেছেন, ‘দঙ্গল’ নিয়ে চারপাশে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে তিনি একটু অবাক। সবাই এখন বাস্তবের কুস্তি প্রশিক্ষক মহাবীর ও তাঁর কুস্তিগীর মেয়ে, ভাইঝিদের দেখতে চান। ভীনেশ বলেছেন, ছবিটি মুক্তির পর যেভাবে গোটা ফোগত পরিবার বিখ্যাত হয়ে গেছে, তাতে তাঁর অবাক লাগছে। বিশেষ করে সংবাদমাধ্যম বিষয়টি যেভাবে দেখছে, তাতে তাঁর বিস্ময় আরও বেশি। আমির খানের সঙ্গে তাঁর জেঠতুতো দিদি ও কুস্তিগীর গীতা ফোগতের বিয়েতে যত মিডিয়ার লোক এসেছিলেন, সাক্ষী মালিক ব্রোঞ্জ পাওয়ার পরেও তত ভিড় হয়নি বলে তিনি মনে করছেন।
এবারের রিও অলিম্পিকে চোট পেয়ে প্রতিযোগিতার বাইরে চলে যান মহিলা কুস্তিগীরে দেশের সেরা বাজি ভীনেশ। এখন তিনি রিহ্যাবে। তাই ‘দঙ্গল’ এখনও দেখা হয়ে ওঠেনি।
বাস্তবের মহাবীর সিংহ ফোগত কি আমিরের মতই কড়া প্রশিক্ষক ছিলেন? ভীনেশের জবাব, ছবির ব্যাপারে তিনি যা শুনেছেন, তার থেকে ১০ গুণ বেশি কড়া ছিলেন আসল মহাবীর। তাঁর ঘরানা পুরোপুরি আলাদা ছিল। ‘তাওজি’-র নজরদারিতে সকালে ব্যায়াম আর শারীরিক জোর বাড়ানোর প্রশিক্ষণ নিতেন তাঁরা। সন্ধেয় শুরু হত কুস্তি।
নয়াদিল্লিতে এশিয়া চ্যাম্পিয়নশিপে নেমে ম্যাটে ফিরতে চান ভীনেশ। চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন, জানুয়ারি থেকেই প্র্যাকটিস চালু করতে পারেন তিনি কিন্তু তিনি নিজে আগে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী হতে চান। তবে ২০১৮- কমনওয়েলথ গেমস ভীনেশের টার্গেট নন। কমনওয়েলথে তাঁর পদক রয়েছে, তাই ২০২০-র টোকিও অলিম্পিককেই পাখির চোখ করেছেন এই হরিয়ানভি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
প্রযুক্তি
Advertisement