Katrina Vicky Wedding Pics: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায়
বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক কিংবা বিয়ে কোনও প্রসঙ্গেই মুখ খোলেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ। বিয়ে শেষ হতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভ পরিণয়ের ছবি শেয়ার করে নিয়েছেন ভিক্যাট।
![Katrina Vicky Wedding Pics: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায় Unseen Photos From Katrina Kaif-Vicky Kaushal Wedding Go Viral, know in details Katrina Vicky Wedding Pics: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/26/7e498301395a3d88931483620f5ff1ae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধন আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়েকে কেন্দ্র করে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট। সাতশো বছরের পুরনো ঐতিহাসিক সিক্স সেন্সেস ফোর্ট রাজকীয় কায়দায় বিয়ে হয় দুই তারকার। সঙ্গে অতিথিদের জন্যও ছিল বেশ কিছু শর্ত। যেমন তারা সঙ্গে ফোন রাখতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি। এত নিরাপত্তার মধ্যেও সম্প্রতি ভিকি-ক্যাটরিনার বিয়ের বেশ কিছু অদেখা ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক কিংবা বিয়ে কোনও প্রসঙ্গেই মুখ খোলেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ। দুই তারকার সঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। বিয়ে শেষ হতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভ পরিণয়ের ছবি শেয়ার করে নিয়েছেন ভিক্যাট। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়ে হলুদ থেকে মেহেন্দি, সঙ্গীতের ছবি। মধুচন্দ্রিমা সেরে মুম্বই ফিরে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে ধরা দেন দুই তারকা। বড়দিনেও বিশেষ ছবি শেয়ার করেছেন। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা কিছু ছবি। যেখানে ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর বিশেষ বান্ধবী শর্বরী ওয়াঘকেও। যদিও সানি কিংবা শর্বরী কেউই সম্পর্কে কথা স্বীকার করেননি।
আরও পড়ুন - Dev Birthday: জন্মদিনে মনের মানুষের সঙ্গে কেক কাটলেন দেব
সম্প্রতি নেট দুনিয়ায় ভিকি-ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানের বেশ কিছু অদেখা ছবি পোস্ট করা হয়েছে এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যে ছবিতে দেখা যাচ্ছে ভিকি কৌশল যেমন ক্যাটরিনা কাইফের সঙ্গে মেহেন্দি অনুষ্ঠান উপভোগ করছেন, তেমনই তাঁর ভাইকে দেখা গেল তাঁর বান্ধবী শর্বরী ওয়াঘের সঙ্গে। এছাড়াও ভিক্যাটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীকেও দেখা গেল কিছু ছবিতে। আগেই শোনা গিয়েছিল অভিনেত্রী পরিবারসহ যোগ দিয়েছেন ভিকি-ক্যাটের বিয়েতে। দুই তারকার বিয়ের অদেখা ছবি দেখে আপ্লুত নেট নাগরিকরা।
প্রসঙ্গত, বিয়ে মিটতেই কাজে যোগ দিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই। ভিকি কৌশলকে দেখা যাবে 'শ্যাম বাহাদুর', 'গোবিন্দা মেরা নাম', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি', 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'র মতো ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা' ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)