এক্সপ্লোর
Advertisement
কয়েক দশক আগের সাদা-কালো ছবি, অমিতাভের কোলে এখনকার এক জনপ্রিয় অভিনেত্রী
কয়েক দশক আগের পুরানো একটা সাদা-কালো ছবি। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন তখন যুবক। ট্যুইটারে অমিতাভের ওই ছবি এক ফ্যান শেয়ার করেছেন। ছবিতে এক শিশুকে দেখা যাচ্ছে বলিউড তারকার কোলে। তাঁকে ও তাঁর স্ত্রী জয়া বচ্চনকে ঘিরে রয়েছে আরও কয়েকজন শিশু।
মুম্বই: কয়েক দশক আগের পুরানো একটা সাদা-কালো ছবি। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন তখন যুবক। ট্যুইটারে অমিতাভের ওই ছবি এক ফ্যান শেয়ার করেছেন। ছবিতে এক শিশুকে দেখা যাচ্ছে বলিউড তারকার কোলে। তাঁকে ও তাঁর স্ত্রী জয়া বচ্চনকে ঘিরে রয়েছে আরও কয়েকজন শিশু।
ছবি শেয়ার করে ওই ফ্যান শিশুদের মধ্যে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও করিশ্মা কপূরকে চিহ্নিত করে জানতে চেয়েছেন, আপনার কোলে কে স্যর বচ্চনজী? আমার মনে হচ্ছে করিশ্মা কপূর। এর জবাবে অমিতাভ ওই শিশুর পরিচয় জানিয়েছেন। বলেছেন, তাঁর কোলে যে শিশুকে দেখা যাচ্ছে তিনি বেবো...করিনা কপূর খান।Who are you holding @SrBachchan Ji?
I see @earth2angel #karishmakapoor pic.twitter.com/77ZczeXD4P — Jasmine Jani ❤️EF (@JaniJasmine) November 17, 2019
চলতি বছরের গোড়াতেই অমিতাভ করিনার একটা ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন। করিনার বয়স তখন ৩। ৩৫ বছর আগে ১৯৮৩-তে পুকার সিনেমার সেটে তোলা হয়েছিল ওই ছবি। শ্যুটিংয়ের সেটে এসে আঘাত লেগেছিল করিনার। ছবিতে অমিতাভকে করিনার পায়ের ক্ষতে ওষুধ লাগিয়ে দিতে দেখা গিয়েছে। ছবি শেয়ার করে ৩৫ বছর আগে কী ঘটেছিল, তা জানান অমিতাভ। লিখেছিলেন- চিনতে পারেন? গোয়াতে পুকার সিনেমার শ্যুটিয়ের সেটে করিনা কপূর...বাবা রণধীরের সঙ্গে এসেছিল..পায়ে আঘাত পেয়েছিল..আমি ওষুধ দিয়ে টেপ বেঁধে দিয়েছিলাম।bebo .. Kareena Kapoor Khan
— Amitabh Bachchan (@SrBachchan) November 17, 2019
রূপোলি পর্দায় অমিতাভ ও করিনাকে দেব (২০০৪), সত্যাগ্রহ (২০১৩) ও কভি খুশি কভি গম (২০০১)-এ মতো সিনেমায় দেখা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement