New Movie Update: বড়পর্দায় আসছে ভূতের ছবি, নাম 'তান্ত্রিনী', প্রকাশ্যে প্রথম লুক পোস্টার
'Tantrini': এবারে বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি 'তান্ত্রিনী'। ছবির মুখ্য চরিত্র আয়ুষী। তিনি একটি আইটি সেক্টরে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি কলকাতায় একা থাকেন।
কলকাতা: বড়পর্দায় আসছে ভূতের গল্প (horror story)। ছবির নাম 'তান্ত্রিনী' (Tantrini)। মুক্তি পেল ছবির ফার্স্ট লুক পোস্টার (first look poster)।
বড়পর্দায় আসছে 'তান্ত্রিনী', প্রকাশ্যে প্রথম লুক
এবারে বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি 'তান্ত্রিনী'। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা: অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। মুক্তি পেল এই ছবির প্রথম লুক। এই ভূতের গল্পের ছবির পুরো শ্যুটিং হবে কলকাতা শহরে ও তার আশেপাশের অঞ্চলে। ছবির মুখ্য চরিত্র তান্ত্রিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন অয়ন দেবনাথ, সাত্বিকা ঘোষ, রিনা রানা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত রায়, বিজু পাত্র প্রমুখ।
ছবির গল্প এক ঝলকে
ছবির মুখ্য চরিত্র আয়ুষী। তিনি একটি আইটি সেক্টরে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি কলকাতায় একা থাকেন। কিন্তু গ্রামের বাড়ির বাসন্তী পুজো উপলক্ষ্যে আয়ুষী নিজের গ্রামের বাড়ি যায়, আর সেখানে খুঁজে পায় একটি বই। এখান থেকে শুরু হয় সিনেমার মূল রহস্য। ছবির মোড় যত এগিয়ে যেতে থাকে, রহস্য আরও বাড়তে থাকে। খুন, সাসপেন্সের গল্প এই ছবি 'তান্ত্রিনী'। ছবিতে দুটি গান রয়েছে। সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন মিউজিক ডিরেক্টর সাহেব চক্রবর্তী।
পরিচালক ডা: অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটি একটি ভূতের গল্প। যার প্রতিটি মোড়ে রয়েছে নতুন চমক। ছবির কিছু অংশের শ্যুটিং হবে গ্রামাঞ্চলে। কিছুটা অংশ শ্যুটিং হবে কলকাতা শহরে। ছবিতে একটি রহস্যময় বই খুঁজে পাওয়া যায়। সেটি কীসের বই, তাই নিয়েই গল্প। আশা করছি দর্শকদের ছবিটি ভাল লাগবে।'
আরও পড়ুন: Raghav Parineeti Engagement: পরিণীতির বাগদান উপলক্ষে দিল্লি এলেন প্রিয়াঙ্কা
অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটি আমার কাছে পুরোপুরি ভিন্ন ধরনের একটি চরিত্র। ভূতের গল্পে এমন চরিত্রে এর আগে তেমন অভিনয় করিনি। তাই নিজেকে আলাদাভাবে প্রস্তুতি করতে হচ্ছে। আশা করছি আয়ুষী চরিত্রটি সবার ভাল লাগবে।' ছবিটি মুক্তি পাবে 'ফিলম্যাজিক' প্রোডাকশন হাউজের ব্যানারে।