'Ek Villain Returns': ২০ ফুট উঁচু 'ভিলেন' মাস্ক দিয়ে জয়পুরে প্রচার সারলেন অর্জুন-জন-দিশা-তারা
'Ek Villain Returns' Promotions: ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'এক ভিলেন: দেয়ার ইজ ওয়ান ইন এভরি লাভ স্টোরি'র সিক্যোয়েল। সেখানে সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর এবং রীতেশ দেশমুখ ছিলেন।
মুম্বই: যত 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) ছবির মুক্তির দিন এগিয়ে আসছে, ততই তাদের প্রচার (promotions) একধাপ করে বেড়ে যাচ্ছে। মঙ্গলবার তার ঝলক আরও একবার নজরে পড়ল। জয়পুরে (Jaipur) দেখা মিলল সবচেয়ে বড় মুখোশের (Mask)।
জয়পুরে প্রচারে টিম 'এক ভিলেন রিটার্নস'
'এক ভিলেন রিটার্নস' ছবির পোস্টার এবং ট্রেলারেই স্পষ্ট যে হলুদ মুখোশ এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মঙ্গলবার জয়পুরে ছবির বিশেষভাবে প্রচার সারল গোটা টিম। সেখানে উন্মোচিত হল সবচেয়ে বড় মুখোশ।
সম্প্রতি, জন আব্রাহাম (John Abraham), অর্জুন কপূর (Arjun Kapoor), দিশা পাটনি (Disha Patani) ও তারা সুতারিয়াকে (Tara Sutaria) দেখা গেল ২০ ফুট উঁচু (20 feet tall) 'ভিলেন' মুখোশ উন্মোচন করছেন জয়পুরের বিখ্যাত পত্রিকা গেটে। ছবির প্রচারে এযাবৎ একাধিক সারপ্রাইজ দিয়েছে ছবির টিম। তবে এটা এখনও পর্যন্ত সবচেয়ে বড়।
জন আব্রাহামকে দেখা গেল ক্যাসুয়াল লুকে। কালো টি-শার্ট, জিন্স ও কালো স্পোর্টস শু-এ নজর কাড়লেন। অর্জুনের পরনেও ছিল কালো টি-শার্ট, কালো জিন্স সঙ্গে বাদামী লেদার জ্যাকেট। অন্যদিকে দুই বলিউড ডিভাও নজর কাড়ছিলেন। দিশাকে গোলাপী জামায় দেখা গেল। অন্যদিকে তারা পরেছিলেন ন্যুড রঙা টপ ও সঙ্গে ধূসর-সাদা স্ট্রাইপ কো-অর্ড সেট।
দ্বিতীয় পর্ব
এই ছবি মূলত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'এক ভিলেন: দেয়ার ইজ ওয়ান ইন এভরি লাভ স্টোরি'র সিক্যোয়েল। সেখানে সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর ছিলেন মুখ্য চরিত্রে এবং রীতেশ দেশমুখ ছিলেন সেই 'ভিলেন'।
আরও পড়ুন: Jackky Bhagnani: নিজের পরবর্তী ছবির মাধ্যমে ভারতীয় বায়ুসেনাকে শ্রদ্ধা জানাবেন জ্যাকি ভাগনানি
এবারের ছবিতে একেবারে নতুন স্টারকাস্ট। মোহিত সূরির (Mohit Suri) পরিচালনায় এবার একসঙ্গে জন, অর্জুন, দিশা, তারা। এই ছবিতেও প্রথমটির মতো 'গলিয়াঁ' গানটি থাকছে তবে খানিক অন্যভাবে।