TV show Mon Phagun: অনুরাগীদের ফুল-চকোলেটে ভর্তি বাস, তবু সৃজিলাকে 'সাহায্য' করতেই ব্যস্ত শন
কালিম্পং-এ শ্যুটিং চলছে। সেখানে কখনও মেঘ, কখনও বৃষ্টি। কিন্তু তার মধ্যেই 'ফাগুন' খুঁজছেন শন আর সৃজিলা। ছোটপর্দায় নতুন জুটি নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মন ফাগুন'।
কলকাতা: কালিম্পং-এ শ্যুটিং চলছে। সেখানে কখনও মেঘ, কখনও বৃষ্টি। কিন্তু তার মধ্যেই 'ফাগুন' খুঁজছেন শন আর সৃজিলা। ছোটপর্দায় নতুন জুটি নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মন ফাগুন'। আপাতত শন বন্দ্যোপাধ্যায়, সৃজিলা গুহ, গীতশ্রী রায়, অমৃতা সহ আরও অনেকের ঠিকানা এখন কালিম্পং। সেখান থেকেই জুম কলে আড্ডা জমালেন সবাই। আর তাঁদের সঙ্গ দিলেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার স্নিগ্ধা বসু, সানি ও অন্যান্যরাও।
ক্যামেরার কাজ থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ, সবটাই নাকি হয়েছে সিনেমার আদলে। এমনকি টাইটেল সং-এও আছে সিনেমার ছোঁয়া। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রাখছে পিহু ওরফে সৃজিলা। মডেলিং-এর জগতে পরিচিত মুখ সৃজিলার অভিনয়ে অভিষেক ঘটল কী করে? অভিনেত্রী বলছেন, 'স্নিগ্ধাদি আমায় দেখে প্রথমেই বলেছিলেন, তোকে অভিনয় করতে হবে না। তুই এমনিই পিহুর মত। বদলে যাস না। আমার জীবনে কখনও কিছু পরিকল্পনা করে হয়নি। প্রথমে একটু দ্বিধা করেছিলাম। সবাইকে জানিয়েছিলাম, কখনও অভিনয় করিনি। কিন্তু স্নিগ্ধাদির সঙ্গে কথা বলে সাহস পাই। সেটে সবাই সুন্দর করে আমায় সিনগুলো বুঝিয়ে দেয়, সাহায্য করে। অনেক অভিজ্ঞ অভিনেতারা কাজ করছেন আমাদের সঙ্গে। সবার থেকেই প্রতিদিন অনেক কিছু শিখছি।' কালিম্পং-এর হোটেলে গীতশ্রীর সঙ্গে এক ঘরে থাকছেন সৃজিলা। দুজনেই বললেন, এই কয়েকদিনের আলাপে একে অপরের অনেক কথাই জেনে ফেলেছেন তাঁরা।
অন্যদিকে উজান-হিয়া জুটি ছেড়ে এবার কি পিহুর প্রেমের মজবে ঋষিরাজ? উত্তর দেবে সময়। তবে পর্দার বাইরে শন-সৃজিলার রসায়ন কেমন? এবিপি লাইভ শন-ও সৃজিলার কাছে এই প্রশ্ন রাখলেও, তার প্রথম উত্তর দিলেন বিশ্বনাথ। খুনসুটি করে বললেন গভীর প্রশ্ন। শন বললেন, 'সৃজিলার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওকে সাহায্য করার চেষ্টা করি। যতক্ষণ সেটে থাকি, একে অপরকে বোঝবার চেষ্টা করি। একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। পর্দার বাইরে সম্পর্ক ভালো হবে পর্দাতেও সেটা ফুটে ওঠে।' রহস্য বজায় রেখে শন বললেন, এরপর কী হবে সেটা দেখা যাবে। আপাতত কেবল বোঝাপড়া ভালো হয়ে গিয়েছে।' একই প্রশ্নের উত্তরে সৃজিলা বললেন, 'পর্দার বাইরে বন্ধুত্ব না থাকলে আমরা একসঙ্গে বসে কথা বলতাম না। আলাদা আলাদা ঘরে বসে জুম কলে মিটিং করতাম। আমরা একটা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করি ঠিকই, কিন্তু সবসময় আমায় সাহায্য করে শন।'
ছোটপর্দায় শনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকি অন্য শহরে গিয়েও এতটুকু চিড় ধরেনি তাতে। সহ অভিনেতা বিশ্বনাথ ফাঁস করলেন, কালিম্পং-এ শ্যুটিং করতে গিয়েও শনের জন্য প্রচুর ফুল আর ডার্ক চকোলেট নিয়ে আসতেন অনুরাগীরা। তাতে বাস ভরে যেত।