Bollywood Movies Release: 'বচ্চন পাণ্ডে' থেকে 'বিক্রম বেদা রিমেক', কবে মুক্তি পাচ্ছে কোন ছবি, রইল ৩০টির তালিকা
তরণ আদর্শ তাঁর শেষ ট্যুইটে ঘোষণা করেছেন শাহরুখ খানের 'পাঠান' ও সলমন খানের 'টাইগার ৩' উভয় ছবিই বড়পর্দায় ২০২২ সালের দ্বিতীয়ার্ধ্বে মুক্তি পেতে পারে।
নয়াদিল্লি: একটি তালিকা আগেই প্রকাশ হয়েছিল। তবে বৃহস্পতিবার ফের সংশোধন করে সিনেমার আরও একটি নয়া তালিকা প্রকাশ করলেন তরণ আদর্শ। আগামী ২২ অক্টোবর ২০২১ থেকে মহারাষ্ট্রে খোলা হবে সিনেমা হল। সরকারের তরফে এই খবর প্রকাশ হতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে গোটা বলিউড। যদিও আগামীতে করোনার কী কী বিধি-নিষেধ মেনে সিনেমা হলগুলি খোলা হবে তা এখনও স্পষ্ট হয়নি। যদিও ইতিমধ্যেই একাধিক ছবি মুক্তির তারিখ ঘোষণা করে ফেলেছেন বহু প্রযোজক, পরিচালক এবং অভিনেতারা।
তরণ আদর্শ তাঁর আগের ট্যুইটে ঘোষণা করেছিলেন শাহরুখ খানের 'পাঠান' ও সলমন খানের 'টাইগার ৩' উভয় ছবিই বড়পর্দায় ২০২২ সালের দ্বিতীয়ার্ধ্বে মুক্তি পেতে পারে।
অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী' থেকে শুরু করে আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা', জেনে নিন বিভিন্ন বহুপ্রতীক্ষিত হিন্দি ছবির মুক্তির তারিখ।
'ভবাই' মুক্তি পাচ্ছে ২২ অক্টোবর, ২০২১
'সূর্যবংশী' মুক্তি পাচ্ছে ২০২১ সালের দীপাবলিতে
'নো মিনস নো' মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর অর্থাৎ দীপাবলিতে
'বান্টি ঔর বাবলি' মুক্তি পাবে ১৯ নভেম্বর, ২০২১
'সত্যমেব জয়তে ২' মুক্তি পাবে ২৬ নভেম্বর, ২০২১
'তড়প' মুক্তি পাবে ৩ ডিসেম্বর, ২০২১
'চণ্ডীগড় করে আশিকি' মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর, ২০২১
'৮৩' মুক্তি পাবে ২০২১ সালের ক্রিসমাসে
'পুশপা-পার্ট ১' মুক্তি পাবে ২০২১ সালের ক্রিসমাসে
'জার্সি' মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২১
'গাঙ্গুবাই কাথিয়াওয়াদি' মুক্তি পাচ্ছে ৬ জানুয়ারি ২০২২
'রাধে শ্যাম' ছবিটি মুক্তি পাবে ১৪ জানুয়ারি ২০২২
'পৃথ্বীরাজ' মুক্তি পাবে ২১ জানুয়ারি ২০২২
'অ্যাটাক' মুক্তি পাচ্ছে ২০২২-এর রিপাবলিক ডে-তে
'লাল সিং চাড্ডা' মুক্তি পাচ্ছে ২০২২ সালে ভ্যালেন্টাইনস ডে-তে
'জয়েশভাই জোরদার' ছবি মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি, ২০২২
'বচ্চন পাণ্ডে' মুক্তি পাবে ৪ মার্চ, ২০২২
'শমসেরা' মুক্তি পাবে ১৮ মার্চ, ২০২২
'ভুল ভুলাইয়া ২' মুক্তি পাচ্ছে ২৫ মার্চ, ২০২২
'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' মুক্তি পাচ্ছে ১ এপ্রিল, ২০২২
'কেজিএফ চ্যাপ্টার ২' মুক্তি পাবে ১৪ এপ্রিল, ২০২২
'মে ডে' মুক্তি পাবে ২৯ এপ্রিল, ২০২২, ইদের দিন
'হিরোপন্থী ২' মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল, ২০২২
'ময়দান' মুক্তি পাচ্ছে ৩ জুন, ২০২২
'এক ভিলেন রিটার্ন' মুক্তি পাচ্ছে ৮ জুলাই, ২০২২
'আদিপুরুষ' মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট, ২০২২
'রক্ষা বন্ধন' মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট, ২০২২
'বিক্রম বেদা রিমেক' মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর, ২০২২
'রাম সেতু' মুক্তি পাচ্ছে ২০২২ সালের দীপাবলিতে
'গণপথ (প্রথম পর্ব)' মুক্তি পাবে ২৩ ডিসেম্বর, ২০২২
UPDATED… Release date calendar of prominent #HINDI movies - 2021, 2022… Note: #Updated on 30 Sept 2021. pic.twitter.com/9azWyV97cw
— taran adarsh (@taran_adarsh) September 30, 2021
তাহলে আর দেরি কিসের আপনিও ছকে ফেলুন আপনার তালিকা।