Urfi Javed: নীরজ পাণ্ডর অফিস থেকে খুনের হুমকি! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক উরফি
Urfi Javed News: এখানেই শেষ করেন না উরফি। সাদা কালো হরফে নিজের ইনস্টাগ্রামে লেখেন গোটা বিষয়টা। উরফি লিখেছেন, 'নীরজ স্যরের অফিস থেকে আমায় একজন ফোন করেন এবং বলেন, তিনি ওঁর অ্যাসিসট্যান্ট...'
কলকাতা: ফের একবার শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। তবে এবার পোশাকের জন্য নয়। তাঁকে নাকি লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে মারধোরের হুমকিও। সোশ্য়াল মিডিয়ায় এই অভিযোগ নিজেই করেছেন উরফি। নীরজ পাণ্ডর অফিস থেকে কেউ তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি মাস্ক পরা ভিডিও দিয়ে উরফি লিখেছেন, 'আরও একটা নতুন দিন, নতুন হেনস্থার ঘটনা। সাধারণত আমি যাবতীয় অচেনা ফোন কল বা বার্তা দেখি না, তবে এবার দেখলাম, ওরা আমার গাড়ির নম্বর পর্যন্ত জানে। আমায় প্রথমে ওরা একটা মিটিংয়ের জন্য ডাকে। কিন্তু তারপর আমি যখন বুঝতে পারি গোটা বিষয়টা ভুয়ো, ওরা আমায় ভয় দেখাতে শুরু করে। আমি অসুস্থ বোধ করছি।'
এখানেই শেষ করেন না উরফি। সাদা কালো হরফে নিজের ইনস্টাগ্রামে লেখেন গোটা বিষয়টা। উরফি লিখেছেন, 'নীরজ স্যরের অফিস থেকে আমায় একজন ফোন করেন এবং বলেন, তিনি ওঁর অ্যাসিসট্যান্ট। উনি আমার সঙ্গে একটা মিটিংয়ে দেখা করতে চান। সব শুনে আমি বলি, প্রোজেক্টের যাবতীয় বিবরণ আমায় পাঠাতে। তারপরে আমি দেখা করব। এই উত্তর শুনে সেই ব্যক্তি ভীষণ রেগে যান এবং আমায় বলেন, নীরজ পাণ্ডকে অসম্মান করার মতো সাহস আমার কী করে হয়! তিনি আমায় হুমকি দেন যে তিনি আমার গাড়ির নম্বর পর্যন্ত জানেন। এই ধরনের পোশাক পরার জন্য আমায় পিটিয়ে মেরে ফেলবেন তিনি। এই সমস্ত কিছু হুমকি আমায় শুনতে হল, কারণ আমি বলেছিলাম বিবরণ না পেয়ে দেখা করব না।'
এর আগে ফের একবার, রণবীর কপূর ও করিনা কপূরের সম্পর্কে মন্তব্য করা নিয়ে শিরোনামে আসেন উরফি। রণবীরের সম্পর্কে তিনি নেচিবাচক মন্তব্য করলেও করিনা প্রশংসা করেছিলেন উরফির। পাল্টা উত্তর দিতে গিয়ে উরফি কৃতজ্ঞতা জানান করিনাকে। বলেন তিনি লজ্জাও পেয়েছিলেন এই মন্তব্যে।
আরও পড়ুন: Saif Ali Khan: জাহ্নবীর পরে সেফ, 'এনটিআর ৩০'-তে ভিলেনের ভূমিকায় থাকছেন অভিনেতা?