Urmila Matondkar: আট বছরের দাম্পত্যে ইতি টানছেন ঊর্মিলা, বিচ্ছেদ চেয়ে আদালতে নায়িকা
Urmila Matondkar Divorce: ঊর্মিলা আর তাঁর স্বামীর মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ঊর্মিলাই।
কলকাতা: আট বছরের দাম্পত্যের ইতি। স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে আদালতে বিচ্ছেদের মামলা করেছেন ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)। বেশ কয়েক বছর ধরেই রুপোলি পর্দায় একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে। দীর্ঘ দাম্পত্য ভাঙছে কোথাও, কোথাও আবার বিবাহের খুব অল্প সময়ের মধ্যেই দাম্পত্যে চিড় ধরছে। আর এবার সেই তালিকায় নাম জুড়ল ঊর্মিলা মাতন্ডকরের। ২০১৬ সালে খুবই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সেরেছিলেন অভিনেত্রী। তবে এই বিয়ে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু কেন?
ঊর্মিলা মাতন্জকরের স্বামী, মহসিন আখতার মির ভিন্ন ধর্মের মানুষ। যদিও নিজে বিয়ের পরে ধর্মান্তরিত হননি ঊর্মিলা। তবে তাঁর স্বামী যে ভিন্ন ধর্মের, তা নিয়ে সেই সময়ে বিস্তর কথাবার্তা হয়েছিল। দ্বিতীয়ত, উর্মিলা তাঁর স্বামীর থেকে বছর ১০-এর বড়। সেই সময়ে এটাই ছিল চর্চার কারণ। তবে এই সব কিছুকে একেবারেই পরোয়া করেননি ঊর্মিলা। মহসিনের সঙ্গে প্রেম করেই বিয়ে তাঁর। এরপরে সুখেই সংসার করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে কখনও কোনও সমস্যার কথাই প্রকাশ্যে আসেনি। সেই কারণে উর্মিলার এই সিদ্ধান্তে অবাক তাঁর অনুরাগীরা।
ঊর্মিলা আর তাঁর স্বামীর মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ঊর্মিলাই। বিরোধী পক্ষের কী মত এখনও জানা যায়নি। তবে এইটুকু বোঝাই যাচ্ছে যে আইনি জটে জড়াতে চলেছেন ঊর্মিলা। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা স্পষ্ট নয়। তবে বোঝাই যাচ্ছে, পুরনো সম্পর্ককে পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চান ঊর্মিলা।
নব্বইয়ের দর্শকে ঊর্মিলার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। প্রাথমিকভাবে রুপোলি পর্দায় কাজ করলেও ঊর্মিলার জনপ্রিয়তার ধারেকাছে পৌঁছতে পারেননি মহসিন। পরবর্তীকালে অবশ্য রূপোলি পর্দা ছেড়ে ব্যবসাকেই জীবিকা হিসেবে বেছে নেন মহসিন। ঊর্মিলার সঙ্গে প্রেম করেই বিয়ে মহসিনের। তবে প্রকাশ্যে খুব একটা একসঙ্গে দেখা যায়নি দম্পতিকে। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি শেয়ার করে নিতেন না তাঁরা। ২০১৯ সালে ঊর্মিলা রাজনীতিতে যোগদান করেন। সেই সময়ও পাশে দেখা যায়নি মহসিনকে। তবে নির্বাচনে দাঁড়ালেও জিততে পারেননি ঊর্মিলা। বর্তমানে অবশ্য তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। কিন্তু মহসিনের সঙ্গে তাঁর কেন বিচ্ছেদ হল.. সেই জল্পনাই এখন চর্চায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।