এক্সপ্লোর
Bollywood Film-Web Series: শহুরে জীবনযাপনে ক্লান্ত? এই সিনেমা-ওয়েব সিরিজগুলির সারল্য মন ছুঁতে বাধ্য আপনার! দেখেছেন কি?
Laapata Ladies-Panchayat: 'লাপতা লেডিজ়' -এর কথা তো ইতিমধ্যেই সবাই জানেন। তবে আর কোন কোন সিনেমা বা ওয়েব সিরিজের গল্প বলা হয়েছে এমন সরলভাবে?

আর কোন কোন সিনেমা বা ওয়েব সিরিজের গল্প বলা হয়েছে এমন সরলভাবে?
1/12

অস্কারের জন্য মনোনীত হয়েছে কিরণ রাও (Kiran Rao) পরিচালিত ছবি 'লাপতা লেডিজ়' (Laapata Ladies)। এই গল্পের সারল্য মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।
2/12

অস্কারের মঞ্চে এই ছবি যাওয়ায়, গোটা দেশ জুড়ে শুভেচ্ছার বন্য়া। সবাই প্রার্থনা করছেন, এই ছবি যেন অস্কার জয় করে। এত সিনেমার মধ্যে, সারল্য আর গ্রাম্য সরল জীবনকে ফুটিয়ে তোলাই যেন কিরণ রাওয়ের ছবি উপজীব্য।
3/12

'লাপতা লেডিজ়' -এর কথা তো ইতিমধ্যেই সবাই জানেন। তবে আর কোন কোন সিনেমা বা ওয়েব সিরিজের গল্প বলা হয়েছে এমন সরলভাবে? কোন সিনেমা বা ওয়েব সিরিজ আপনাকে শহুরে জীবনের একঘেয়েমি কাটিয়ে নিয়ে যেতে পারে গ্রামের সরল সাদামাটা জীবনে? এক ঝলকে দেখে নেওয়া যাক।
4/12

এই তালিকায় প্রথমেই নাম আসে পঞ্চায়েত সিরিজের। ফুলেরা গ্রামের সরল-সাদামাটা জীবনকে যেন রং-তুলির টানে ভারি সুন্দর একটা ছবির মতো করেই এঁকেছেন পরিচালক। ৩টে সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের বিভিন্ন সমস্যা, তার সমাধান আর সরল এক জীবনযাত্রার কথা। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ওয়েব সিরিজ।
5/12

সোনি লিভের ওয়েব সিরিজ 'গুল্লক'-এর ধারণা বেশ অভিনব। একটি লক্ষ্মীর ভাঁড় একটি সাদামাটা পরিবারের গল্প, তাঁদের সুখ-দুঃখের গল্প বলছে। যদি শহুরে জীবন থেকে ছুটি নিয়ে পেতে চান শহরতলির এক সাদামাটা পরিবারের স্বাদ, তাহলে দেখে নিতেই পারেন 'গুল্লক'।
6/12

এই সিনেমাটির কথা কে না জানে। শাহরুখ খান অভিনীত 'স্বদেশ' ছবিও থাকবে এই তালিকায়। এই ছবিতে দেখানো হয়েছে শাহরুখ নাসার বিজ্ঞানী। ছোটবেলায় যিনি তাঁর দেখাশোনা করতেন, তাঁকে বিদেশে নিয়ে যেতে গ্রামে আসেন শাহরুখ। কিন্তু সেখানে এসে বদলে যায় তাঁর জীবন। গ্রামের মানুষদের সঙ্গে একাত্ব হয়ে যান তিনি।
7/12

লগান.. পুরনো হলেও এই ছবিটি থাকবে এই তালিকায়। এই ছবি জুড়ে একদিকে যেমন তুলে ধরা হয়েছে ব্রিটিশ শাসনের গল্প, তেমনই তুলে ধরা হয়েছে গ্রামের এক সহজ-সরল জীবনের কথা। আমির খান অভিনীত এই ছবিটি দেখেননি এমন মানুষ মেলা ভার।
8/12

জামতারা। এই সিরিজ মূলত একটি গ্রামের ছেলেকে নিয়ে যে একটি বেআইনি ব়্যাকেট চালায়। অন্ধকার জগতের পাশাপাশি এই সিরিজে তুলে ধরা হয়েছে এক গ্রামীণ জীবনযাত্রার কথাও।
9/12

'দাহাড়' ওয়েব সিরিজটি মূলত থ্রিলার। রাজস্থানের একটি গ্রামে মেয়েদের সিরিয়াল কিলিং ও একটি পাচারচক্রের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। পুলিশের চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিংহকে। গ্রামীণ জীবনের একটি ছায়া রয়েছে এই ওয়েব সিরিজে।
10/12

'মশান'.. ভিকি কৌশল অভিনীত এই ছবিটি সরল জীবনযাপনের একটি প্রতিমূর্তি। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিনেমা। জাতপাত ও একটি ভালবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে 'মশান' ছবিটি। দর্শকদের মধ্যেও খুবই প্রশংসিত এই ছবি।
11/12

'কান্তারা' ছবিটির কথা জানেন না এমন মানুষ দেখা যাবে না। দক্ষিণী এই ছবি জয় করেছে একাধিক পুরস্কার। একটি গ্রামের মানুষ পুজো করে দুই দেবতাকে.. সেই নিয়েই তৈরি হয়েছে ছবির গল্প। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই ছবি।
12/12

'স্ত্রী ২' ছবিটিতেও দেখানো হয়েছে একটি গ্রাম্য জীবনকে। তবে এই ছবিটির মূল বিষয় হরর কমেডি। গ্রামকে কীভাবে 'সরকাটে'-র কবল থেকে বাঁচাবেন শ্রদ্ধা কপূর, সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প
Published at : 25 Sep 2024 09:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
