Urmila Matondkar: মা হয়েছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর?
Bollywood Celebrity Updates: উর্মিলার স্বামী মহসিন আখতার সম্প্রতি এক কন্যা সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে তাকে 'লিটল প্রিন্সেস' বলে উল্লেখ করেছেন। তাহলে মা হতে চলার খবর কি গোপনে রেখেছিলেন উর্মিলা?
মুম্বই: বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর (Urmila Matondkar) কি সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন? কন্যা সন্তানের মা হয়েছেন তিনি? উর্মিলার স্বামী মহসিন আখতার সম্প্রতি এক কন্যা সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে তাকে 'লিটল প্রিন্সেস' বলে উল্লেখ করেছেন। তাহলে মা হওয়ার খবর কি গোপনে রেখেছিলেন উর্মিলা?
সদ্যই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উর্মিলা মাতণ্ডকর?
সম্প্রতি বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের স্বামী ব্যবসায়ী মহসিন আখতার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি ছোট্ট শিশুকন্যাকে কোলে নিয়ে বসে সঙ্গে রয়েছেন। ছবি পোস্ট করে একরত্তিকে 'লিটল প্রিন্সেস আইরা' বলে উল্লেখ করেন। মহসিন আখতারের পোস্ট করা ছবি দেখে নেট দুনিয়ায় গুঞ্জন রটে যে, মা হয়েছেন উর্মিলা মাতণ্ডকর। কিন্তু সে খবর কারও সঙ্গে শেয়ার করেননি। এতদিনে ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর কন্যা সন্তানের জন্ম দেওয়ার খবর রটে। এরপরই মুখ খোলেন খোদ অভিনেত্রী।
আরও পড়ুন - Urvashi-Pant Updates: ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি উর্বশী? তাহলে কার কাছে ক্ষমা চাইলেন?
নেট দুনিয়ায় উর্মিলা মাতণ্ডকরের মা হওয়ার গুঞ্জন রটতেই নিজের পোস্ট বদলে ফেলেন তাঁর স্বামী। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করে দেন যে, ছবিতে তাঁর কোলে বসা শিশু কন্যাটি আসলে তাঁর ভাইঝি। এক সাক্ষাৎকারে উর্মিলাও বলেন যে, শিশুটি তাঁর ভাইঝি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর। ব্যবসায়ী মহসিন আখতারের সঙ্গে নতুন জীবন শুরু করেন। নানা সময়ে তাঁরা একসঙ্গে ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করেন তাঁরা। তার ছবিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। উর্মিলা লেখেন, '৬ বছর আগে বিয়ের পরই যখন আমরা বেড়াতে গিয়েছিলাম। এই ছবি তখনকার।' বিয়ের পরই স্বর্ণমন্দির দর্শনে যান তাঁরা।
অন্যদিকে, বলিউডের বেশ কয়েকজন নায়িকা মা হতে চলেছেন। সদ্য কয়েকদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। তাঁর কোল আলো করে এসেছে পুত্র সন্তান। এছাড়াও, আলিয়া ভট্ট, বিপাশা বসুও মা হবেন শীঘ্রই। কিছুদিন আগেই বিপাশা তাঁর সাধভক্ষণের ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর আলিয়া ভট্ট অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ব্রহ্মাস্ত্রর।