Urvashi Rautela: স্নানঘরে চেঞ্জ করার সময় ঊর্বশীর ভিডিয়ো লিকের নেপথ্যে কে ? জানা গেল সত্যি
Urvashi Rautela Viral Video: ফাঁস হয়ে যাওয়া ছোট্ট এই ভিডিওতে দেখা গিয়েছিল একটি বাথরুমের দৃশ্য। সেখানে রয়েছেন উর্বশী। আজ প্রকাশ্যে এসেছে, ভিডিওটি আদৌ ব্যক্তিগত নয়
মুম্বই: তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল তোলপাড়। অনেকে সেই ভিডিওকে যেমন বলেছিলেন ফাঁস হয়ে যাওয়া গোপন ভিডিও, তেমনই অনেকে আবার মনে করেছিলেন ভিডিওি আদৌ সত্যি নয়। 'ডিপফেক' ভিডিও। আর যাঁর এই ভিডিও, সেই অভিনেত্রী, উর্বশী রাউতেলা (Urvashi Rautela) চুপ ছিলেন এই ভিডিও নিয়ে। অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা।
ফাঁস হয়ে যাওয়া ছোট্ট এই ভিডিওতে দেখা গিয়েছিল একটি বাথরুমের দৃশ্য। সেখানে রয়েছেন উর্বশী। আজ প্রকাশ্যে এসেছে, ভিডিওটি আদৌ ব্যক্তিগত নয়। এটি একটি শ্যুটিং। উর্বশী রাউতেলাকে আগামীকে দেখা যাব 'ঘুসপেটিয়া' ছবিতে। আর সেই ছবিতেই ব্যবহার হয়েছে এই দৃশ্যের। তবে কেবলমাত্র এই দৃশ্যটি কীভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তা জানেন না উর্বশী থেকে শুরু করে নির্মাতারাও।
আজ মুক্তি পেয়েছে 'ঘুসপেটিয়া' ছবির ট্রেলার। এই ছবির গল্প আবর্তিত হয়েছে বর্তমান ডিজিট্যালের যুগে যে যে জালিয়াতির স্বীকার মানুষ হতে পারে সেগুলি নিয়ে। এই ছবিতে উর্বশীল চরিত্র একজন গৃহবধূর যিনি সোশ্যাল মিডিয়ায় দিনের অনেকটা সময় ব্যয় করতে পছন্দ করেন। এতটাই যে তাঁর স্বামীর মাঝে মাঝে রাগই হয়ে যায়। বিনীত কুমার সিংহ (Vineet Kumar Singh) এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। অক্ষয় ওবেরয়কে দেখা যাবে এমন একজনের ভূমিকায় যে বিভিন্ন নেটদুনিয়ার জালিয়াতির সঙ্গে যুক্ত। তবে শুধুমাত্র ইন্টারনেট জালিয়াতি নয়, চরিত্রের বিভিন্ন দিকও তুলে ধরা হবে এই ছবিতে। প্রত্যেকটা চরিত্রেরই দুটো করে দিক রয়েছে। সেখানেই রয়েছে এই ছবিগুলির অন্যতম ট্যুইস্ট।
ট্রেলারে বিনীত কুমার সিং-কে বলতে শোনা গেল, 'জীবনে এতদিন যা ঘটেছে, সেখানে বাড়ির একটা দরজা ছিল। জীবনে মানুষ প্রবেশ করত একটা দরজা দিয়ে। কিন্তু এখন ফোন হল জীবনের একটা দরজা। এখন ফোনের মধ্যে দিয়েই জীবনে মানুষেরা চলে আসে।
View this post on Instagram
আরও পড়ুন: Rishi Kaushik: বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিজের নতুন খবর দিলেন ঋষি কৌশিক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।