Urvashi Rautela: মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য, নিজের সপক্ষে মুখ খুলে ঊর্বশী বললেন...
Urvashi Rautela News: ঊর্বশীর কথায়, 'কিছু খারাপ মন্তব্য করার আগে ভাল করে আমি কি বলেছি সেটা শুনে নেওয়া জরুরি'

কলকাতা: তাঁর বলা একটা কথা নিয়েই তোলপাড়। তাঁর নামে নাকি মন্দির রয়েছে আর সেখানে নাকি পুজো ও হয়! এই কথা বলেছেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) স্বয়ং। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধেয়ে এসেছে চূড়ান্ত কটাক্ষ। আর এবার সেই মন্তব্যের সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন খোদ উর্বশীই। বরং দোষ চাপালেন সংবাদমাধ্যমের ওপর। উর্বশীর দাবি, তিনি বলেছিলেন, উত্তরাখণ্ডে তাঁর নামে মন্দির রয়েছে। কিন্তু তিনি বলেননি, সেই মন্দিরের নাম 'ঊর্বশী মন্দির'। সবাই পুরো কথা না শুনেই কথা বলতে ব্যস্ত। ঊর্বশীর দাবি, শুধুমাত্র ঊর্বশী আর মন্দির এই দুটো শব্দ শুনেই মানুষ জুড়ে নিয়েছেন এই দুটিকে।
ঊর্বশীর কথায়, 'কিছু খারাপ মন্তব্য করার আগে ভাল করে আমি কি বলেছি সেটা শুনে নেওয়া জরুরি। কিছু না শুনে খারাপ মন্তব্য করে দেওয়াটা ভীষণ সহজ। সমাজে থাকা প্রত্যেকটা মানুষেরই একে অপরের জন্য সম্মান জানানো উচিত।' এই ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকার থেকে। সেখানে ঊর্বশী দাবি করেছিলেন, বদ্রীনাথে তাঁর নামে একটি মন্দির রয়েছে এবং সেখানে আরাধনাও করা হয়।
উর্বশী সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে তাঁর নামের মন্দির। এই মন্দিরে তাঁর পূজা হয়, এমন ইঙ্গিতও দেন তিনি। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। এখানেই শেষ নয়, উর্বশী জানিয়েছিলেন, দক্ষিণ ভারতেও এমন মন্দির স্থাপিত হোক। এই কথার পরেই উর্বশীর বিরুদ্ধে পুরোহিতরাও সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, উর্বশী ধর্মকে অপমান করছেন ও ধর্মের আবেগ নিয়ে ছেলেখেলা করছেন। পরে উর্বশীর সহযোগী দলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে সেখানে লেখা হয়,'উর্বশী বলেছেন, উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি তাঁর, এমন তিনি বলেননি। মানুষ এখন মন দিয়ে কিছু শোনেও না। ‘উর্বশী’ ও ‘মন্দির’ এই শব্দ দুটি শুনেই তাঁরা ধরে নিলেন, উর্বশীকেই মানুষ পুজো করে। আগে ভাল করে শুনে তার পর আপনারা মন্তব্য করুন।'
এখানেই শেষ নয়। উর্বশীর সহযোগী দলের দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে নাকি উর্বশী ‘দমদমি মা’ বলে পরিচিত ছিলেন। তাঁরা বিবৃতিতে লিখেছেন, 'উর্বশী নিজেই বলেছেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ওঁক ‘দমদমি মা’ বলে ডাকা হত। এই নিয়ে একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও রয়েছে। উর্বশী রাউতেলার মন্তব্যকে যাঁরা ভুল ভাবে তুলে ধরেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত।' ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কোনও ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বা অপমানজনক মন্তব্য করার আগে, তথ্যগুলি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। সমাজের প্রত্যেকে একে অপরের সাথে শ্রদ্ধা এবং বোঝাপড়ার সঙ্গে আচরণ করতে হবে, যাতে সবার অধিকার রক্ষা করা যায়'






















