CID News: মুখোমুখি দুই এসিপি! 'সিআইডি'-তে এসিপি প্রদ্যুমনকে নিয়ে আসছে বড় চমক
Shivaji Satam: সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, পার্থ শ্যুটিং করছেন শিবাজীর সঙ্গে।

কলকাতা: 'সিআইডি ২' (CID 2)- থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman), এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মন ভেঙেছিল। সবাই চেয়েছিলেন, শিবাজী সত্যম (Shivaji Satam) আবার ফিরে আসুক 'সিআইডি'-তে। তবে নতুন এসিপি হয়ে শো-এ ইতিমধ্যেই এসেছেন, পার্থ সামথন (Parth Samthaan)। তাঁকে নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে ইতিমধ্যেই শোনা গিয়েছিল, ফের শো-এর নির্মাতারা নাকি শিবাদী সত্যমকে 'সিআইডি'-তে ফেরানোর কথা ভেবেছেন। আর এবার, সেই জল্পনায় সিলমোহর পড়ল। পার্থের সঙ্গে শ্যুটিং করতে দেখা গেল শিবাজীকে।
সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, পার্থ শ্যুটিং করছেন শিবাজীর সঙ্গে। দুই অভিনেতাকে একসঙ্গে দেখে উৎফুল্ল সবাই। প্রত্যেকে বুঝেই গিয়েছেন যে শো-এ আবার ফিরে আসছেন শিবাজী। শ্যুটিংয়েও যোগ দিয়ে দিয়েছেন তিনি। সেই কারণেই পার্থ ও শিবাজীকে একসঙ্গে দেখা যাচ্ছে। তবে তাঁদের মধ্যে কী সমীকরণ হবে তা এখনও বোঝা যাচ্ছে না। শিবাজী শো-এ গল্পের ঠিক কোন মোড়ে আবার ফিরবেন, সেটা দেখার জন্য ও অপেক্ষা করতে হবে।
সদ্য মুক্তি পাওয়া এপিসোডে দেখানো হয়েছে একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমন মারা যান। এই এপিসোড শ্যুটিং হওয়ার পর থেকেই খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই এপিসোড সম্প্রচারিত হওয়ায় কার্যত মন ভেঙে যায় দর্শকদের। সোশ্যাল মিডিয়া প্লাবিত হয়ে যায় বিভিন্ন মন্তব্যে। তার ওপরে কার্যত গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় নতুন এসিপি-র প্রবেশ। সিআইডি-তে নতুন এসিপি হিসেবে দেখা যায় পার্থ সামথন (Parth Samthaan)-কে। এই অভিনেতা সিআইডি-তে আসার পরে, দর্শক একেবারেই তাঁকে ভালভাবে নেননি। প্রত্যেকেই দাবি জানাচ্ছেন এসিপি প্রদ্যুমনকে আবার ফিরিয়ে আনার।
সূত্রের খবর, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এসিপি প্রদ্যুমনকে ফের ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতিমধ্যেই নাকি এসিপি প্রদ্যুমনের ফিরে আসার এপিসোড পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। দেখানো হবে এসিপি প্রদ্যুমন বোমা বিস্ফোরণে মারা যাননি। তিনি আবার ফিরে আসবেন। তবে শিবাজী সত্যম কিছুদিনের জন্য সিআইডি থেকে একটি বিরতি চেয়েছিলেন। আজকে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তার ফলে মনে হচ্ছে, খুব তাড়াতাড়িই সিআইডি-তে ফিরছেন শিবাজী। জোরকদমে চলছে শ্যুটিং।
And look who is back😭😭😭😭
— ãñ§hîķã ëďîťž (@shajaworld) April 19, 2025
ACP PRADYUMN IS BACK 🔥🔥🔥#CID2 #cid #ShivajiSatam #Acppradyuman pic.twitter.com/oceAjFPTIX
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
