Urvashi Rautela: বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, মিমির সঙ্গে তলব উর্বশী রাউতেলাকেও
Enforcement Directorate: জানা যাচ্ছে, '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন উর্বশী, সেই সূত্রেই তাঁকে তলব।

কলকাতা: একদিকে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chalraborty), অন্যদিকে মুম্বইয়ের উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বেটিং অ্যাপ-কাণ্ডে উর্বশী রাউতেলাকে তলব করল ইডি (ED)। আগামীকাল, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এর পরের দিনই উর্বশী রাউতেলাকে তলব করা হয়েছে। '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমি ও উর্বশী রাউতেলাদের ডাকা হয়েছে।
বেটিং অ্যাপ-কাণ্ডে উর্বশী রাউতেলাকে তলব
ঠিক কী ঘটেছে ঘটনা? জানা যাচ্ছে, '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন উর্বশী। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই উর্বশীর কালে সমন এসেছে। অন্যদিকে, এই একই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকেও তলব করা হয়েছে। আজ, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে মিমি চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল হাজিরা দিতে হবে উর্বশীকে। হামেশাই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন উর্বশী। আর এবার নতুন বিতর্কে জড়ালেন নায়িকা। তবে কেবল উর্বশী বা মিমিই নয়, এই বেটিং অ্যাপের প্রচারের জন্য এর আগেই নিধি আগরওয়াল, রানা ডগ্গুবতিকে ডাকা হয়েছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে, অনেক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বেআইনিভাবে ভারতে তাদের ব্যবসা বিস্তার করছে। এদের মধ্যে একটি হল ‘ওয়ানএক্সবেট’, যার বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে বহু তারকাই যুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থা জানতে চাইছে, এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল।

ইডির নজরে আরও অনেক তারকারা
এই বেটিং অ্যাপ প্রচার সংক্রান্ত তদন্তে ইডি অন্যান্য তারকাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইডির স্ক্র্যানারে রয়েছেন আরও একাধিক তারকা। ইডি গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার শিখর ধবনকে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্ল্যাটফর্মের বিরুদ্ধে অর্থ পাচার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করেছে। এই প্ল্যাটফর্মগুলি ভুয়ো নাম নিয়ে ব্যবহারকারীদের থেকে অর্থ সংগ্রহ করছে বলে সন্দেহ ইডির। জানা যাচ্ছে, এতে বহু মানুষ টাকা দিয়েছেন এবং তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। গত মাসে অপর এক ক্রিকেটার সুরেশ রায়নাকেও এই সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। ইডি বেটিং অ্যাপগুলির সঙ্গে সেলিব্রিটিদের সম্পর্ক, কোনও বিজ্ঞাপন বাবদ তাঁরা কত টাকা পেয়েছেন এবং তাঁদের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি খতিয়ে দেখছে। তদন্তকারী সংস্থা এই তদন্তের অংশ হিসেবে গুগল এবং মেটা (ফেসবুক)-এর প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল।






















