Valentine Day 2021: রাজ-শুভশ্রীর অন্য ভ্যালেন্টাইনস
প্রেমদিবসে কী করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়? টলিপাড়ার জনপ্রিয় জুটির সঙ্গে ভ্যালেন্টাইনস ডের আড্ডায় এবিপি আনন্দ।
![Valentine Day 2021: রাজ-শুভশ্রীর অন্য ভ্যালেন্টাইনস Valentine Day 2021: Raj Chakraborty shares his and Subhashree love story with ABP Live Valentine Day 2021: রাজ-শুভশ্রীর অন্য ভ্যালেন্টাইনস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/14/75513763bdf0673996070f92e18388d6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার দিন। শহরের রাস্তায় আজ দেখা মিলবে গোলাপের। ভিক্টোরিয়া অথবা প্রিন্সেপ ঘাটে হাতে হাত দিয়ে সময় কাটাবেন প্রেমিক প্রেমিকারা। ব্যতিক্রম নয় টলিপাড়াও। ছোটপর্দা থেকে বড়পর্দা, প্রিয় মানুষের সঙ্গে আজকের দিনটি বিশেষভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে প্রায় সকলেরই। প্রেমদিবসে কী করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়? টলিপাড়ার জনপ্রিয় জুটির সঙ্গে ভ্যালেন্টাইনস ডের আড্ডায় এবিপি আনন্দ।
রাজের জীবন জুড়ে এখন শুধু শুভশ্রী নয়, রয়েছে আরও একজন। ৫ মাসের রাজ-পুত্র ইউভান। কাজের বাইরে এখন জুটির গোটা দিনটা কাটে এই একরত্তিকে ঘিরেই। আজকের জন্য বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে? হাসতে হাসতে রাজ বললেন, ‘এখন ভ্যালেন্টাইনস ডে নয়, আমাদের তো পেরেন্টস ডে সেলিব্রেট করার কথা।’ তারপর বললেন, ‘আমি আর শুভশ্রী কোনওদিনই ভ্যালেন্টাইনস ডে বিশেষভাবে পালন করি না। শুভশ্রীর সঙ্গে থাকলে আমার প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইনস ডে।’
কী পরিকল্পনা রয়েছে গৃহিনীর জন্য? রাজ বলছেন, ‘শুভশ্রী বলে, আমি খুব আনরোম্যান্টিক। পর্দায় খুব ভালো করে ভ্যালেন্টাইনস ডের গল্প সাজিয়ে দিতে পারি নায়ক-নায়িকার জন্য। কিন্তু বাস্তব জীবনে ভ্যালেন্টাইনস ডে তে কোনওদিন উপহার বা গোলাপ দিইনি আমি ওকে। কিন্তু শুভশ্রী আমায় অনেকবার চমকে দিয়েছে, উপহারও দিয়েছে। আর সবচেয়ে বড় উপহার তো ইউভান।’ যদিও সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর সঙ্গে লং ড্রাইভে যাওয়ার একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন রাজ। তবে তাঁরার কোথায় যাচ্ছেন, আপাতত গোপন রেখেছেন।
শুভশ্রীর থেকে পাওয়া সবচেয়ে বিশেষ উপহার কী? ‘অবশ্যই ইউভান। আর ও যখন অন্ত্বঃসত্তা ছিল, সেই খবরটাও আমায় সারপ্রাইজ হিসাবেই দিয়েছিল। শুভশ্রী সারাদিনই এমন কিছু করে, যাতে আমি ভীষণ স্পেশাল ফিল করি।’ বললেন রাজ।
ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন হতে পারে না, এমনটাই বিশ্বাস রাজের। অন্যদিকে আজ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের সঙ্গে ছবি আপলোড করেছেন শুভশ্রী। সকালের নরম রোদে মায়ের কোলে হাসিখুশি ছোট্ট ইউভান। ক্যাপশানে লেখা ‘আমার ভালোবাসা ইউভান’। প্রেমদিবসেও রাজ-শুভশ্রীর কাছে বেশি প্রিয় বাবা-মা সত্ত্বাই। যদিও তারপরেই রাজের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন শুভশ্রী। ক্যাপশানে লেখেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।'
মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের দুটি নতুন ছবি, ‘ধর্মযুদ্ধ’ আর ‘হাবজি-গাবজি’। করোনা পরিস্থিতির জন্য পিছিয়েছে ছবির মুক্তি। দুটিতেই নায়িকার ভূমিকায় রয়েছেন শুভশ্রী। জোরকদমে চলছে রাজের ছোটপর্দার কাজও।
কাজের ফাঁকে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? রাজ বললেন, ‘ইউভান এখন খুব ছোট। অনেক দূরে ওকে নিয়ে যাওয়া যাবে না এই মুহূর্তে। আরও একটু বড় হোক। প্রথম ট্যুরে অবশ্যই ওকে দারুণ কোনও জায়গায় নিয়ে যাব।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)