এক্সপ্লোর
কফি উইথ কর্ণ-এ এবার বরুণ-আলিয়া
মুম্বই: কর্ণ জোহরের চ্যাট শো কফি উইথ কর্ণ-এ এবার দেখা যাবে আলিয়া ভট্ট ও বরুণ ধাওয়ানকে। খবরটি টুইটারে শেয়ার করেছেন বরুণ নিজেই।
Badri @karanjohar aur dulhania #koffeewithkaran special episode. When class meets mass pic.twitter.com/dSr3uMhBHF
— Varun Dhawan (@Varun_dvn) January 27, 2017
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর বরুণ-আলিয়াকে দেখা যায় ২০১৪-য় কর্ণের ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে। ‘দুলহনিয়া’ সিরিজের ছবিগুলি সবই প্রযোজনা করবেন কর্ণ। আগামী ছবিটি হল ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। এতেও নায়ক নায়িকা বরুণ-আলিয়া। এই সিজনে কফি উইথ কর্ণ-এ এ নিয়ে দ্বিতীয়বার আসছেন তাঁরা। এর আগে এবার আলিয়া এই অনুষ্ঠানে আসেন ‘ডিয়ার জিন্দেগি’ প্রমোশনের সময়, শাহরুখ খানের সঙ্গে। বরুণ এসেছিলেন অর্জুন কপূরের সঙ্গে। বরুণ-আলিয়ার প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ কর্ণই এঁদের ব্রেক দেন। সিদ্ধার্থ মালহোত্রাও ছিলেন ছবিটিতে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের


















