এক্সপ্লোর
বরুণ ধবন ৩৩, বাড়িতে কোয়ারেন্টিনে জন্মদিন পালন ‘ঘরের কেক’ কেটে, শুভেচ্ছা করণ, নোরার
৩৩-তম জন্মদিনে তাঁর কাছ থেকে কোনও বড় চমকের প্রত্যাশা করছেন বরুণের ভক্তকূল। বরুণের সঙ্গে নাতাশা দালালের নাম উচ্চারিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। দুজনেই নিজেদের রোম্যান্সের ব্যাপারে খোলামেলা। চলতি বছরেই নাকি দুজনে বিয়ে করছেন বলে জোর জল্পনা রয়েছে।
![বরুণ ধবন ৩৩, বাড়িতে কোয়ারেন্টিনে জন্মদিন পালন ‘ঘরের কেক’ কেটে, শুভেচ্ছা করণ, নোরার Varun Dhawan celebrates birthday in quarantine at home. Karan Johar and Nora Fatehi wish with pics বরুণ ধবন ৩৩, বাড়িতে কোয়ারেন্টিনে জন্মদিন পালন ‘ঘরের কেক’ কেটে, শুভেচ্ছা করণ, নোরার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/24105202/varun-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: শুক্রবার জন্মদিন পালন করছেন বরুণ ধবন। মুম্বইয়ের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি, পরিবারের সঙ্গে। জন্মদিনের সকালে কেক কাটার ছবি সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দিয়েছেন তিনি। যে দুটি ছবি পোস্ট করেছেন, সেগুলি দেখে মনে হচ্ছে, ঘরে বানানো কেকেই এবারের জন্মদিন স্মরণীয় করে রাখছেন তিনি। ইতিমধ্যেই আসছে জন্মদিনের উইশ, প্রার্থনা। করণ জোহর, নোরা ফতেহি, বনিতা সান্ধুর শুভেচ্ছা এসেছে। করণের স্টুডেন্ট অব দি ইয়ার ছবি দিয়েই বলিউডে ২০১২ পা রাখেন বরুণ। সঙ্গে ছিলেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্র।
৩৩-তম জন্মদিনে তাঁর কাছ থেকে কোনও বড় চমকের প্রত্যাশা করছেন বরুণের ভক্তকূল। বরুণের সঙ্গে নাতাশা দালালের নাম উচ্চারিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। দুজনেই নিজেদের রোম্যান্সের ব্যাপারে খোলামেলা। চলতি বছরেই নাকি দুজনে বিয়ে করছেন বলে জোর জল্পনা রয়েছে। কোনও ঝাঁ-চকচকে জায়গায় বরুণ-নাতাশা বিয়ের আসর বসাতে চান।
লকডাউনে বাবা-মা, ভাইয়ের সঙ্গে জন্মদিন কাটানোর অবসরে কি বিয়ের দিনক্ষণ ঘোষণা করতে পারেন বরুণ? এমন জল্পনার মধ্যে একটি নিউজ পোর্টালের খবর, বরুণের পরিবার নাকি ছেলের জন্মদিনেই নাতাশার সঙ্গে তাঁর এনগেজমেন্ট ঘোষণার কথা ভাবছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্ল্যান স্থগিত রেখেছেন তাঁরা। ফলে বরুণের অসংখ্য ভক্তকে কিছুদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে।
Send in ur questions I shall be answering them. I get the fact that we all can’t be there together but I ain’t gonna leave a chance to entertain u all sab poochlo might also take some of u guys live with me pic.twitter.com/3S27TGUcsT
— Varun Dhawan (@Varun_dvn) April 23, 2020
করণ বরুণকে চুম্বনের পুরানো একটি ছবি পোস্ট করে উইশ করে লিখেছেন, আমার ক্রেজি, খুশি, সুন্দর বাচ্চাটাকে শুভ জন্মদিন।
বরুণের স্ট্রিট ডান্সার থ্রিডির সহ অভিনেত্রী নোরা ফতেহি সেই ছবির সেটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, এটা আমার প্রিয় ছবিগুলির একটা। দারুণ কাটাও প্রার্থনা করি বু বু। আরও অনেক বছর ধরে সাফল্য পাও, সুখে, আনন্দে থাকো, সুস্থ থাকো। ওই ছবিতে বরুণকে বু বু বলেছেন নোরা।
![বরুণ ধবন ৩৩, বাড়িতে কোয়ারেন্টিনে জন্মদিন পালন ‘ঘরের কেক’ কেটে, শুভেচ্ছা করণ, নোরার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/24105202/Varun-site-300x225.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)