Bawaal Film Shoot: বিদেশে কোথায় শ্যুটিং হবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির?
প্রথমবার জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বাঁধছেন বরুণ ধবন। দুই তারকাকে আগে পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে। এবার 'বাওয়াল' ছবিতে বরুণ-জাহ্নবী জুটি কতটা ম্যাজিক দেখাতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা।
মুম্বই: সম্প্রতি আগামী ছবি 'বাওয়াল'-এর (Bawaal) মুক্তির দিন ঘোষণা করেছেন বরুণ ধবন (Varun Dhawan) এবং জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির মুক্তির দিন শেয়ার করে নেন। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দেশ ছাড়াও বিদেশের কোথায় কোথায় এই ছবির শ্যুটিং হবে।
'বাওয়াল' ছবির বিদেশে শ্যুটিং-
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দেশের বাইরে ইউরোপের চারটি জায়গায় শ্যুটিং হবে 'বাওয়াল' ছবির। যদিও এখনও পর্যন্ত প্রতিটা জায়গার নাম জানা না গেলেও শোনা গিয়েছে, প্যারিসে এই ছবির শ্যুটিং হবে। আগামী ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাবে 'বাওয়াল'। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধবন এবং জাহ্নবী কপূরকে। এই ছবি দিয়ে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।
আরও পড়ুন - RRR Updates: 'আরআরআর' হিন্দি ভার্সনে জুনিয়র এনটিআর-রাম চরণের হয়ে কণ্ঠ দিলেন কারা?
প্রসঙ্গত, চলতি বছর শুরুর দিকে 'বাওয়াল' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও বরুণ ধবনের বিপরীতে কোন বলিউড নায়িকাকে দেখা যাবে, তা জানা যায়নি। বিভিন্ন সূত্রে বেশ কিছু নায়িকার নাম উঠে আসছিল। অবশেষে এই ছবির মুখ্য চরিত্রে নায়িকার নাম এবং ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে। প্রথমবার জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বাঁধছেন বরুণ ধবন। দুই তারকাকে আগে অন্যান্য অভিনেতা অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এবার 'বাওয়াল' ছবিতে বরুণ-জাহ্নবী জুটি কতটা ম্যাজিক দেখাতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা। বলিউড তারকা বরুণ ধবন নিজেও 'বাওয়াল' ছবির মুক্তির দিন পোস্ট করেছেন। তিনি লেখেন, 'এবার 'বাওয়াল' হবে। অসাধারণ দুই ব্যক্তি সাজিদ নাদিয়াদওয়ালা এবং নীতেশ তিওয়ারির সঙ্গে আমার পরবর্তী ছিলর ঘোষণা করতে পেরে দারুণ উত্তেজনা অনুভব করছি। সঙ্গে জাহ্নবী কপূর। আগামী ৭ এপ্রিল ২০২৩ আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।' জাহ্নবী কপূরও আগামী ছবির মুক্তির দিন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। প্রত্যেকেই যে এই ছবিটিকে ঘিরে বেশ উত্তেজিত, তা বোঝা যাচ্ছে।