Varun Dhawan: বাবার আশীর্বাদ নিয়ে ২০২২-এ প্রবেশ, বরুণ ধবনের পোস্ট ভাইরাল
Varun Dhawan: এক অনুরাগীর কথায়, 'এবং সেটাই আমাদের সকলের প্রয়োজন... বাবা-মার আশীর্বাদ ও প্রার্থনা সব বন্ধ দরজাও খুলে দেয়... এই পোস্টে আপনার বহু অল্পবয়সী অনুরাগীরা অনুপ্রাণিত হবেন... আশীর্বাদ বরুণ।'
![Varun Dhawan: বাবার আশীর্বাদ নিয়ে ২০২২-এ প্রবেশ, বরুণ ধবনের পোস্ট ভাইরাল Varun Dhawan starts 2022 with father David Dhawan's blessings Varun Dhawan: বাবার আশীর্বাদ নিয়ে ২০২২-এ প্রবেশ, বরুণ ধবনের পোস্ট ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/1477d553b35c833d3ab93e77aff383b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২০২২ সালে প্রবেশ করতে করতে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা বরুণ ধবন (Varun Dhawan)। একাধিক টিনসেল তারকার মতো তিনিও স্পেশাল পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে নতুন বছরে বাবা পরিচালক ডেভিড ধবনের (David Dhawan) সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে বাবার কাছে হাঁটু মুড়ে বসে আশীর্বাদ নিতে দেখা গেল অভিনেতাকে। সেভাবেই ক্যামেরায় পোজ দিয়েছেন দুই তারকা।
দুটি ছবি পোস্ট করে বরুণ লেখেন, 'এই বছর সকলের আশীর্বাদ নিন। শুভ নববর্ষ।'
View this post on Instagram
তাঁর পোস্টে ইতিমধ্য়েই একাধিক লাইক ও কমেন্ট পড়তে শুরু করে দিয়েছে। তাঁর এক অনুরাগী কমেন্ট করে বলেন, 'এবং সেটাই আমাদের সকলের প্রয়োজন... বাবা-মার আশীর্বাদ ও প্রার্থনা সব বন্ধ দরজাও খুলে দেয়... এই পোস্টে আপনার বহু অল্পবয়সী অনুরাগীরা অনুপ্রাণিত হবেন... আশীর্বাদ বরুণ।'
আরও পড়ুন: Pushpa Update: ওমিক্রন আতঙ্কেও অব্যাহত ব্যবসা, হিন্দিতে 'পুষ্পা'র অভাবনীয় আয়
বরুণের পোস্টে ভালবাসা জানিয়েছেন অভিনেতা অপারশক্তি খুরানাও (Aparshakti Khurana)। অন্যদিকে, কাজের ক্ষেত্রে, বরুণ ও তাঁর বাবা, জনপ্রিয় পরিচালক ডেভিড ধবন একসঙ্গে 'ম্যায় তেরা হিরো' (Main Tera Hero) ছবিতে কাজ করেছেন। এরপর সুপারহিট ছবি 'কুলি নং ১'-এর (Coolie No. 1) রিমেকও তৈরি করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)