'ভেড়িয়া' ছবিতে হাড়হিম করা লুক বরুণ ধবন! চমকাল নেট দুনিয়া
কিছুদিন আগেই আগামী ছবি 'ভেড়িয়া'-র কথা ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা বরুণ ধবন। কিন্তু হরর-কমেডি ছবিতে এমন রূপে যে তাঁকে দেখতে চলেছে দর্শক, তা বোধহয় আগে আন্দাজ করা যায়নি।
মুম্বই: আগামী বছর আজকের দিনেই অ্রথাৎ ২৫ নভেম্বরে মুক্তি পাবে বরুণ ধবনের নতুন ছবি 'ভেড়িয়া' (Bhedia)। সম্প্রতি এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা। যা দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। চকোলেট বয় বরুণ ধবনকে (Varun Dhawan) এ কোন রূপে দেখতে চলেছেন অনুরাগীরা! অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টার শেয়ার করার পরই তা ভাইরাল নেট দুনিয়ায়।
কিছুদিন আগেই আগামী ছবি 'ভেড়িয়া'-র কথা ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা বরুণ ধবন। কিন্তু হরর-কমেডি ছবিতে এমন রূপে যে তাঁকে দেখতে চলেছে দর্শক, তা বোধহয় আগে আন্দাজ করা যায়নি। তাই, এই ছবির ফার্স্ট লুক শেয়ার করা মাত্রই অনুরাগীদের চমক লেগেছে। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'ভেড়িয়া'-র পোস্টার শেয়ার করেছেন বরুণ ধবন। ছবিতে তাঁকে দেখা গিয়েছে হাড়হিম করা লুকে। রাতের পরিবেশে সোনালি চোখের বরুণ ধবনকে দেখে অবার নেট দুনিয়া। তার সঙ্গে ছবির নামও লেখা হয়েছে রক্ত লাল রঙে। জানা গিয়েছে, হলিউডের 'মিস্টার এক্স' স্টুডিও এবং পরিচালক অমর কৌশিক (Amar Kaushik) মিলে এমন ভিজুয়াল এফেক্ট দিয়ে ছবিটিকে আরও রহস্যময় করে তুলেছে।
আরও পড়ুন - Lara Dutta Dating App: কীভাবে ডেটিং অ্যাপে বন্ধুর প্রোফাইল তৈরিতে সাহায্য করেছিলেন লারা দত্ত?
পরিচালক অমর কৌশিক বলেন, 'ভেড়িয়া' ছবির প্রত্যেক কলাকুশলী জানেন যে, এই ছবির জন্য বিশেষ কিছু করা হচ্ছে। এটা শুধুমাত্রই ভিএফএক্স-র ধারণাকে ভাঙা নয়, দর্শকরা এই ছবির মাধ্যমে আলাদা অনেক ভিজুয়াল এফেক্ট দেখতে পাবেন।' পরিচালক অমর কৌশিকের 'ভেড়িয়া' ছবিটি লিখেছেন জাতীয় পুরস্কারজয়ী নীরেন ভট্ট। জিও স্টুডিওস এবং দিনেশ বিজন ম্যাডত ফিল্মস প্রযোজনা করছে ছবিটি। এই ছবিতে বরুণ ধবনের বিপরীতে দেখা যাবে 'মিমি' অভিনেত্রী কৃতী শ্যাননকে (Kriti Shanon)।
প্রসঙ্গত, 'ভেড়িয়া' ছাড়াও বরুণ ধবনের হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। খুব শীঘ্রই তাঁকে কিয়ারা আডবাণীর বিপরীতে দেখা যাবে 'যুগ যুগ জিও' ছবিতে।