এক্সপ্লোর
আমেরিকায় মারা গেলেন এই ভারতীয় অভিনেতা
আগামী ৫ মে তাঁর শ্রদ্ধানুষ্ঠান হবে। সেখানে অভিনেতার কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুম্বই: মারা গেলেন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত চৌধুরী। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৪ বছর। প্রখ্যাত অভিনেত্রী পার্ল পদমসি-র ছেলে রঞ্জিত মঞ্চাভিনেতা হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ছোটপর্দায়ও তাঁর কাজ বহুল প্রশংসিত। ‘খুবসুরত’, ‘বাতো বাতো মে’, ‘খট্টা-মিঠা’, ছবিতে তাঁর কাজ দর্শকের নজর কেড়ে নেয়। অভিনেতার বৈমাত্রেয় বোন রাইল পদমসি সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান। তাঁর শেষকৃত্যের খবর জানিয়ে রাইল লেখেন, আগামী ৫ মে তাঁর শ্রদ্ধানুষ্ঠান হবে। সেখানে অভিনেতার কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অভিনেতা রাহুল খান্না ট্যুইটারে প্রয়াত অভিনেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। শোকবার্তা দিয়েছেন পরিচালক দীপা মেহতাও। Miss him - a real loss. https://t.co/1fx0kpth38
— Deepa Mehta (@IamDeepaMehta) April 16, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















