Vicky-Katrina: সমুদ্রসৈকতে ভিকির বাহুলগ্না 'বার্থ ডে গার্ল', জন্মদিনে ভালবাসায় মোড়া ক্যাটরিনা
Katrina Kaif Birthday: সোশ্যাল মিডিয়ায় আর সমুদ্রতীরে ক্যাটরিনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি। গতকাল অর্থাৎ শনিবারই হাতে হাত রেখে শহর ছেড়েছিলেন ভিক্যাট

মুম্বই: সকাল থেকেই অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। প্রিয় মানুষকে জন্মদিনে কী শুভেচ্ছা জানালেন তিনি, তা দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া। অবশেষে, রাতের দিনে সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি পোস্ট করলেন তিনি। সমুদ্র সৈকতে একে অপরের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় আর সমুদ্রতীরে ক্যাটরিনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি। গতকাল অর্থাৎ শনিবারই হাতে হাত রেখে শহর ছেড়েছিলেন ভিক্যাট। বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছিলেন তাঁরা। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। কাঁচা হলুদ রঙের পোশাকে, খোলা চুলে হাসিতে উচ্ছ্বসিত ক্যাটরিনা। সাদা শার্টে ক্যাটরিনাকে আগলে রয়েছেন ভিকি। লিখেছেন, 'তোমার ম্যাজিকের মায়ায় আমি প্রতিদিন পড়ি। শুভ জন্মদিন আমার ভালবাসা।'
সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে শুভেচ্ছা আর ভালবাসা উপচে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। মুম্বইয়ের বাইরে ভিকি ও ক্যাটরিনা কাটাচ্ছেন তাঁদের বিশেষ দিনটা।
কয়েকমাস আগেই আরব সাগরের ধারে বিলাশবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি ও ক্যাটরিনা। হামেশাই সেই অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ছবি শেয়ার করে নেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারে এসেই, নিজেদের দাম্পত্য, সংসার চালানো নিয়ে মুখ খুলেছিলেন ভিকি।
অভিনেতা জানিয়েছিলেন, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি। নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছিলেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।
View this post on Instagram
আরও পড়ুন: Katrina Kaif Unknow facts: বলিউডে এসে বদলে ফেলেন আসল নাম, ক্যাটরিনা ভয় পান অন্ধকার আর উচ্চতায়!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















