Vicky Katrina Wedding : ভিকি-ক্যাটের বিয়েতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন অনুষ্কা, কেন লিখলেন এমন শুভেচ্ছাবার্তা ?
Vicky Katrina Wedding : ইনস্টাগ্রামে এদিন ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন এতদিনে কনস্ট্রাকশনের ঠুকঠাক শব্দ বন্ধ হবে !
মুম্বই : ভিকি ক্যাটরিনা উড়ে গিয়েছেন মুম্বই চার্টার প্লেনে চড়ে। গতকালই চারহাত এক হয়েছে তারকা দম্পতির। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া ভেসেছে নানা শুভেচ্ছা বার্তায়। এর মধ্যে আলাদা ভাবে নজর কেড়েছে অনুষ্কা শর্মার পোস্ট। নবদম্পতিকে উদ্দেশ্য করে বিরাট ঘরণীর পোস্ট । তাতে অনুষ্কা বুঝিয়ে দেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কেন এমন পোস্ট ?
জানা গিয়েছে, বিয়ের পর বিরুষ্কার প্রতিবেশী হতে চলেছেন ভি-ক্যাট। তার জন্য এতদিন জোরকদমে চলছিল কনস্ট্রাকশনের কাজ। জুহুর রাজমহল আবাসনের আট তলায় থাকবেন ভিকি-ক্যাটরিনা। আর এই আবাসনেই থাকেন বিরাট-অনুষ্কা। ইনস্টাগ্রামে এদিন ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন এতদিনে কনস্ট্রাকশনের ঠুকঠাক শব্দ বন্ধ হবে !
অনুষ্কা বার্তায় লিখেছেন, 'অভিনন্দন দুজন ভাল মানুষকে! তোমরা সারা জীবন একসঙ্গে থাকো, এমনটাই কামনা করি। আমি খুব খুশি...শেষমেষ তোমরা বিয়েটা করে ফেললে। এবার অন্তত তোমরা নিজেদের নতুন বাড়িতে থাকবে। আমরা কনস্ট্রাকশনের কাজের ঠুকঠাক শোনা থেকে রেহাই পাবো !
অনুষ্কার এই বার্তা মন কেড়েছে নেটিজেনদের।
সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেহা ধুপিয়া। লিখেছেন, ' সত্যিই জাদু। প্রিয় ক্যাটরিনা এবং ভিকি, তোমাদের জন্য রইল আমার অন্তরের ভালবাসা। আমার দেখা সবচেয়ে সুন্দর দম্পতি। তোমাদের আগামী যাত্রাপথ ভালবাসা, হাসি, আনন্দে ভরে উঠুক। '
ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকি -ক্যাটরিনার বিয়ের ছবি পোস্ট করে কর্ণ জোহর লিখেছেন, ' নবদম্পতিকে অভিনন্দন। দশকের পর দশক কাটুক আনন্দে ও সুখে। আমার ভালবাসা রইল তোমাদের জন্য।'
করিনা কপূর ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারকা জুটিকে। লিখেছেন, 'দুজনকে জানাই অনেক অভিনন্দন !'
আরও পড়ুন :
চপারে নতুন বর-কনে, চললেন নতুন ঠিকানায়, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়