এক্সপ্লোর
Vicky- Katrina Wedding : চপারে নতুন বর-কনে, চললেন নতুন ঠিকানায়, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

Vicky- Katrina Wedding : চপারে নতুন বর-কনে, চললেন নতুন ঠিকানায়, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়
1/10

ভিকি পঞ্জাবি পরিবারের ছেলে। ক্যাটরিনা এখন সেই পরিবারেরই বউ। তাই বিয়ের সাজেও ক্যাটরিনার ভেইলে দেখা গেল পাঞ্জাবি ঘরানার ডিজাইন।
2/10

বিয়ের রাত পরিজন-সান্নিধ্যে কাটিয়ে ক্যাট-ভিকি আজ সকাল সকাল হোটেল ছাড়েন।
3/10

হোটেল সূত্রের খবর, তারকা যুগল সকাল ৭ টায় চেক আউট করেন। নববধূকে দেখা যায় বেইজ রঙা পোশাকে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিয়ের পর ক্যাটের মোহ যেন দ্বিগুণ হয়েছে।
4/10

ভিকির সঙ্গে ক্যাট একটি কালো গাড়ি চড়ে আসেন । সোয়াই মাধোপুরের এয়ার স্ট্রিপে। সেখান থেকে ব্যক্তিগত চপারে যুগলে আসেন জয়পুরে।
5/10

সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিল চার্টার প্লেন। সেই ফ্লাইটেই সওয়ার হয়ে ক্যাটরিনা - ভিকি রওনা দেন।
6/10

বৃহস্পতিবার বলিউড পেল নতুন তারকা দম্পতি। ভিকি -ক্যাটরিনার চার হাত এক হল রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে।
7/10

সোশাল মিডিয়ায় বলিউডের একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে। ভিকি-ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন তোমরা সারাজীবন খুশীতে থেকো, এই কামনাই করছি। তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন।
8/10

সদ্য বিবাহিত দম্পতিকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেহা ধুপিয়া। লিখেছেন ' সত্যিই জাদু। প্রিয় ক্যাটরিনা এবং ভিকি, তোমাদের জন্য রইল আমার অন্তরের ভালবাসা। আমার দেখা সবচেয়ে সুন্দর দম্পতি। তোমাদের আগামী যাত্রাপথ ভালবাসা, হাসি, আনন্দে ভরে উঠুক। '
9/10

ক্যাটরিনার বিয়ের ছবি পোস্ট করে করণ জোহর লিখেছেন নবদম্পতিকে অভিনন্দন। দশকের পর দশক কাটুক আনন্দে ও সুখে। আমার ভালবাসা রইল তোমাদের জন্য।
10/10

সব থেকে মজার পোস্ট করেন বিরাট-ঘরণী অনুষ্কা। তিনি লেখেন , ' আমি খুব খুশি যে শেষমেষ তোমরা বিয়েটা সেরে ফেললে, এবার অন্তত তোমরা নিজেদের নতুন বাড়িতে থাকবে খুব তাড়াতাড়ি আমরা কনস্ট্রাকশনের কাজের আওয়াজ শোনা থেকে রেহাই পাবো।'
Published at : 10 Dec 2021 12:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
