Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের ছবিতে বোনেদের 'আগলে রাখা'র বার্তা ক্যাটরিনা কাইফের
Vicky Kaushal-Katrina Kaif Wedding: এদিন ইনস্টাগ্রামে বিয়ের দিনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল লেহেঙ্গায় অপরূপ সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট।
নয়াদিল্লি: সম্প্রতি বিয়ে সারলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal Wedding)। সাত পাকে বাঁধা পড়ার পর নিজেরাই প্রথম সোশ্য়াল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। এরপর একে গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দির প্রচুর চোখ ধাঁধানো ছবি পোস্ট করেন নব দম্পতি। তবে আজ নিজের প্রোফাইলে খানিক অন্যধরনের ক্যাপশনে কিছু ছবি শেয়ার করলেন ক্যাটরিনা।
এদিন ইনস্টাগ্রামে বিয়ের দিনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল লেহেঙ্গায় অপরূপ সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। ক্যাটরিনার মাথায় ছিল পঞ্জাবী ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ ওড়না। আর বিয়ের করতে যাওয়ার পথে তাঁর মাথায় ফুলের চাঁদোয়া ধরেছিলেন তাঁর বোনেরা।
View this post on Instagram
এরকম বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বড় হওয়ার সময়, আমরা বোনেরা সবসময় একে অপরকে রক্ষা করে চলেছি। ওঁরা আমার শক্তি এবং আমরা একে অন্যকে ভূমির কাছে রাখি। আশা করি যেন এটা সবসময় এমনই থাকে!' বিয়ের সময়ও ক্যাটরিনাকে আগলে রইলেন তাঁর বোনেরা।
আরও পড়ুন: Miss Universe 2021: ২১ বছর পর ফের 'মিস ইউনিভার্স'-এর খেতাব জিতলেন ভারতীয় তনয়া, সেরার শিরোপা হরনাজের
সম্পর্ক হোক বা বিয়ে। কোনও ব্যাপারেই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শেষ মুহূর্ত পর্যন্ত বিয়ের গুজবও উড়িয়েছিলেন দুই জনই। তবে যা রটে তার কিছু তো বটেই। বেশ কয়েকবার তাঁদের বিয়ের কথা সত্যিই গুজব হলেও শেষমেশ ধরেই ফেলেন অনুরাগীরা। ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসে জমজমাট বিয়ের আসর। তবে পুলিশি নিরাপত্তাও ছিল সম্পূর্ণ।