Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের গুঞ্জন আরও উস্কে মাঝরাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরলেন ভিকি
সম্প্রতি ফের ক্যাটরিনা কাইফের বাড়ি থেকে মাঝ রাতে বেরতে দেখা গেল ভিকি কৌশলকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যান অভিনেতা। পাশাপাশি শুক্রবার রাতে অভিনেত্রীর বাড়িতে যেতে দেখা গিয়েছিল স্টাইলিস্টকেও।
![Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের গুঞ্জন আরও উস্কে মাঝরাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরলেন ভিকি Vicky Kaushal leaves Katrina Kaif's home post midnight, fans guess if they were prepping for sangeet or outfit trials, know in details Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের গুঞ্জন আরও উস্কে মাঝরাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরলেন ভিকি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/04/07945770e6f230c60a38e11aa9a0a250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যত ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের দিন এগিয়ে আসছে, তত অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। দুই তারকা সম্পর্ক থেকে বিয়ের কথা মুখে স্বীকার করেননি কখনও। কিন্তু হামেশাই তাঁদের নানা জায়গায় একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দুই অভিনেতাকে একে অপরের বাড়ির কাছেও দেখা গিয়েছে। তার মধ্যে শোনা গিয়েছিল, দীপাবলিতেই নাকি পরিচালক কবীর খানের বাড়িতে রোকা পর্ব সেরে ফেলেছেন দুই তারকা। ফলে অনুরাগীদেরও দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হয়নি। তাছাড়া, বিভিন্ন সূত্র থেকে ভিকি-ক্যাটরিনার বিয়ের নানা খবরও পাওয়া যাচ্ছে। সম্প্রতি ফের ক্যাটরিনা কাইফের বাড়ি থেকে মাঝ রাতে বেরতে দেখা গেল ভিকি কৌশলকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যান অভিনেতা। পাশাপাশি শুক্রবার রাতে অভিনেত্রীর বাড়িতে যেতে দেখা গিয়েছিল স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়াকেও। কী করতে গিয়েছিলেন অভিনেতা?
আরও পড়ুন - Amitabh Bachchan: কোন পরিস্থিতিতে 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনার সিদ্ধান্ত নিতে বাধ্য হন অমিতাভ বচ্চন?
বলিউডে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের খবর এখন ওপেন সিক্রেট। যদিও দুই অভিনেতা অফিশিয়ালি কিছু ঘোষণা করেননি। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বিয়ে করতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না, কেউ ছবি তুলতে পারবেন না, কেউ লোকেশন শেয়ার করতে পারবেন না এমনকি অতিথিরা প্রবেশ করতে পারবেন নির্দিষ্ট বিশেষ কোডের মাধ্যমে। ফলে বোঝাই যাচ্ছে, নিরাপত্তা এবং চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে নানা কিছু মেনে চলতে হবে অতিথিদের।
এদিন ফের মাঝরাতে ক্যাটরিনা কাইফের বাড়ি থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন ভিকি কৌশল। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ছবি দেখে অনুরাগীরা আন্দাজ করছেন, হয়তো সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার জন্য অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন ভিকি। আর এক নেট নাগরিক আবার কমেন্টে লিখেছেন যে, 'বিয়ের পোশাকের ট্রায়াল দেওয়ার জন্য গিয়েছিলেন'। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পরই ছবি শিকারীদের উদ্দেশে ভিকি কৌশলকে নমস্কার করতে দেখা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)