Vicky-Katrina: 'ক্যাটরিনাকেই বিয়ে করব', ভিকির সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন বাবা-মা?
Vicky Kaushal and Katrian Kaif: অভিনেতা বা অভিনেত্রী যে ছবিগুলি শেয়ার করে নেন তার থেকেই বোঝা যায়, ভিকির পরিবারের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ক্যাটরিনার। বিভিন্ন উৎসব অনুষ্ঠান একসঙ্গে কাটান তাঁরা

কলকাতা: বলিউডের অন্যতম পাওয়া কাপল তাঁরা। তাঁদের আলাপের সূত্রপাত একসঙ্গে অভিনয় নয়। কখনোই একসঙ্গে কাজ করেননি ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। আর তাই, তাঁদের প্রেম ও বিয়ের খবর সামনে আসতেই বেশ অবাক হয়েছিলেন অনুরাগীরা। তবে খুশিই হয়েছিল তাঁরা। কিন্তু ভিকির বাবা-মা? ভিকি ক্যাটরিনার সঙ্গে বিয়ে করতে চান শুনে কী বলেছিলেন শ্যাম কৌশল (Shyam Kaushal) ও বীণা কৌশল (Veena Kaushal)? সম্প্রতি একটা অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে সেই কথাই প্রকাশ্যে আনলেন ভিকি।
অভিনেতা বা অভিনেত্রী যে ছবিগুলি শেয়ার করে নেন তার থেকেই বোঝা যায়, ভিকির পরিবারের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ক্যাটরিনার। বিভিন্ন উৎসব অনুষ্ঠান একসঙ্গে কাটান তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নেন সেইসব ছবি। তবে সদ্য অ্যাওয়ার্ড শো-এর মঞ্চ থেকে ভিকি বলেন, ক্যাটরিনার সঙ্গে বিয়ের খবরে খুশিই হয়েছিলেন ভিকির বাবা-মা। তারকা নয়, ক্যাটরিনার মধ্যে যে মানুষটা রয়েছেন, তাঁকে ভালবেসেছিলেন, পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছিলেন ভিকির বাবা-মা। অভিনেতার মতে, যদি কোনও মানুষের মন ভাল হয়, তা প্রকাশ পায় তাঁর কাজে। ক্যাটরিনার ক্ষেত্রেও তাই হয়েছে। ক্যাটরিনা এক্কেবারে পারফেক্ট না হলেও, তিনি যা করেন সবই ভালর জন্য, এমনটাই মনে করেন ভিকি।
বিবাহিত জীবন সম্পর্কে সদ্য প্রশ্ন করা হয়েছিল ভিকিকে। তিনি বলেন, জীবনের সেরা অধ্যায়টা কাটাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে ক্যাটরিনার সঙ্গে খুবই সুখী তিনি। ভিকি বলছেন, 'ভাবলে অবাক লাগে আমার জীবনে এমন মানুষ রয়েছে যাঁর সঙ্গে আমি সমস্তকিছু শেয়ার করতে পারি। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই ভাগ করে নিতে পারি।' এর আগে, ক্যাটরিনা ভিকির সম্পর্কে বলেছিলেন, তিনি জীবনের সমস্ত কথা ভিকির সঙ্গে শেয়ার করতে পারেন। এমনকি রাগ হলেও তিনি ভিকির সামনে কথা বলে যান অনর্গল। চুপ করে সমস্ত কথা শোনেন ভিকি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
