Vicky Kaushal: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার পরই ক্যাটরিনার উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা ভিকির
ক্রিটিক চয়েসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি। আর পুরস্কার পাওয়ার পরই প্রিয়তমা স্ত্রীর উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা দিলেন অভিনেতা।
মুম্বই: মঙ্গলবার রাতটা বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) জন্য অত্যন্ত স্পেশাল ছিল। কারণ, এদিন তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন 'সর্দার উধম সিং' ছবির জন্য। ক্রিটিক চয়েসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি। আর পুরস্কার পাওয়ার পরই প্রিয়তমা স্ত্রীর উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা দিলেন অভিনেতা।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যখন একসঙ্গে প্রবেশ করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), তখন তাঁদেরকে 'ও মাই গড। অসাধারণ সুন্দর জুটি। ঈশ্বর মঙ্গল করুন' বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সঞ্চালক রণবীর সিংহ। তাঁরইসঙ্গে সঞ্চালনা করছিলেন অর্জুন কপূর। তিনিও ক্যাটরিনাকে দেখে 'চিকনি চামেলি' গেয়ে ওঠেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গিয়ে বসেন সানি কৌশলের পাশে।
ক্যাটরিনার উদ্দেশে ভিকি কৌশল-
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সেরা অভিনেতা (ক্রিটিক চয়েস) বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ভিকি কৌশল। তাঁর নাম ঘোষণা হতেই উল্লাস করে ওঠেন ক্যাটরিনা কাইফ। পুরস্কার নেওয়ার সময় বাবা, মা, পরিবার ও স্ত্রী ক্যাটরিনার প্রতি ভালোবাসায় ভরা বার্তা এবং ধন্যবাদ জানান ভিকি। তিনি বলেন, 'মা, বাবা আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা স্ত্রী। তুমি আমার জীবনে অনেক অনেক খুশি নিয়ে এসেছো। ধন্যবাদ সানি। আজ আমি যা, আমাকে একজন মানুষ হিসেবে গড়ে তোলার পিছনে তোমাদের অনেক অবদান।' প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিকি বলেন, 'এটা আমার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'। আমি অত্যন্ত স্পেশাল অনুভব করছি। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ছবি ছিল। এই ছবিতে আমার পারফরম্যান্স আমি ইরফান খানকে উৎসর্গ করছি। ওঁকে খুব খুব মিস করছি। সুজিত দা (পরিচালক)র কাছে আমি কৃতজ্ঞ।
আরও পড়ুন - Ganesh Chaturthi 2022: কীভাবে গণেশ চতুর্থী উদযাপন করছেন ছোট পর্দার তারকারা?
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করেন। যদিও বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকা। বিয়ের পর শুভ পরিণয়ের ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল ভিকি ক্যাটরিনার বিয়ের আসর।