Victor Banerjee Exclusive: কোন শটে ক্যামেরার কী সেটিংস, সব জেনে তবেই অভিনয় করতেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়
Roktobeej Exclusive: ক্যামেরা নিয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের এই আগ্রহ অনেকের কাছেই অজানা। ক্যামেরার খুঁটিনাটি অভিনয়ের আগে জেনে নিয়ে, তারপরে, সেটা বুঝেই অভিনয়ে অভ্যস্থ ভিক্টর
![Victor Banerjee Exclusive: কোন শটে ক্যামেরার কী সেটিংস, সব জেনে তবেই অভিনয় করতেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় Victor Banerjee: Director Shiboproshad reveled some unknown sides of Victor Banerjee on the set of Roktobeej know in details Victor Banerjee Exclusive: কোন শটে ক্যামেরার কী সেটিংস, সব জেনে তবেই অভিনয় করতেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/12/a218fb9997cbd4d7b6bf8ce531a13b54169711346138349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঠিক যেমন সোজা ছিল না শ্যুটিংয়ের জন্য তাঁকে রাজি করানো, তেমনই সহজ নয় শ্যুটিং করাও! শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboproshad Mukherjee)-র সরল স্বীকারোক্তি, ওঁকে পরিচালনা করার জন্য রীতিমতো পড়াশোনা করে ক্যামেরার পিছনে দাঁড়াতে হবে। কোন শটে ক্যামেরার কী কী সেটিংস এবং কেন.. সবটা জানতে চাইতেন তিনি। 'রক্তবীজ' (Roktobeej)-এর সেটে অচেনা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)-কে খুঁজল এবিপি লাইভ (ABP Live)।
একসময় চুটিয়ে কাজ করেছেন টলিউড, বলিউড এমনকি হলিউডেও। চিরকাল ক্যামেরার সামনে তাঁকে দেখেই, তাঁর অভিনয় দক্ষতাতেই মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু দুঁদে এই অভিনেতা যে ক্যামেরা নিয়ে কতটা সচেতন, সেটা বোধহয় সকলেরই অজানা। ক্যামেরার সামনে তিনি থাকলেও, ক্যামেরার সেটিংস নিয়ে সবসময় ওয়াকিবহাল থাকতেন ভিক্টর।
স্বয়ং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, 'প্রত্যেকটা শটের আগে উনি প্রশ্ন করতেন, 'কততে নেবে শিবু?' কোন লেন্সে, কতটা জুমে, কোন সেটিংয়ে শটটা শ্যুট হবে, সেটা প্রশ্ন করে করে জেনে নিতেন ভিক্টরদা। শুধু তাই নয়, আগের শটটা কী কী সেটিংসে নেওয়া হয়েছিল, পরেরটায় কেন বদলাল... সমস্ত ওঁর জানা চাই। ক্যামেরা সম্পর্কে ওঁর জ্ঞান এতটাই গভীর, এত নিখুঁত যে ওঁর সামনে গভীরভাবে কাজ না জেনে, হোমওয়ার্ক না করে পরিচালনা করা যায় না।'
ক্যামেরা নিয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের এই আগ্রহ অনেকের কাছেই অজানা। ক্যামেরার খুঁটিনাটি অভিনয়ের আগে জেনে নিয়ে, তারপরে, সেটা বুঝেই অভিনয়ে অভ্যস্থ ভিক্টর। সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ। এর আগে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলেছিলেন, 'ওঁর আরও একটা অদ্ভুত অভ্যাস রয়েছে। সেটা প্রথমদিনই আমায় জানিয়ে দিয়েছিলেন, উনি শ্যুটিংয়ে কিচ্ছু খান না। প্রথমে খানিকটা বিব্রত হয়েছিলাম। কিন্তু তারপরে উনি জানিয়েছিলেন, এভাবেই উনি সমস্ত শ্যুটিং করেন। অথচ অসম্ভব একজন খাদ্যরসিক মানুষ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিঙাড়াটা ঠিক কীভাবে খেলে স্বাদ পাওয়া যাবে বা মুড়িতে কতটা চানাচুর দিতে হবে... সমস্তকিছু গোটা শ্যুটিং ধরেই বলে দিয়েছেন আমায়। খালি কথা বলবার সময়, যখন ওঁকে অন্যান্য শিল্পীদের কথা বলছি, উনি প্রশ্ন করেছিলেন, 'সবাই সময়ে আসবে তো?' আমি বলেছিলাম, 'আপনার সঙ্গে কাজ করছে, সবাই অবশ্যই আসবে।' চিত্রনাট্য পছন্দ হওয়ার পরে, ওঁকে অনুরোধ করেছিলাম, যদি নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটা পরিচয়পর্বের আয়োজন করি। উনি রাজি হয়েছিলেন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)