এক্সপ্লোর
Advertisement
ধোনি, সাক্ষী ও মেয়ে জিভার জমিয়ে ডান্স, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর জানিয়েছেন। ফলে আগের ব্যস্ত শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। আপাতত পরিবারের সঙ্গেই অনেকটা সময় কাটাচ্ছেন মাহি।
নয়াদিল্লি: অগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর জানিয়েছেন। ফলে আগের ব্যস্ত শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। আপাতত পরিবারের সঙ্গেই অনেকটা সময় কাটাচ্ছেন মাহি। স্ত্রী সাক্ষীর জন্মদিনে মেয়ে ও জীবনসঙ্গীনীর সঙ্গে নাচের ভি়ডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয়।
সাক্ষীর জন্মদিন একটু অন্যরকম করে তুলতে করোনাকালে দুবাইকে বেছে নিয়েছিলেন ধোনি। সেখানেই বার্থ ডে পার্টির জমকালো আয়োজন। হাজির ছিলেন ক্রিকেটের প্রতিপক্ষ শিবিরের শোয়েব মালিক। শোয়েব বরাবরই ধোনির ভালো বন্ধু। তিনিও সস্ত্রীক হাজির ছিলেন। শোয়েব-সানিয়া, ধোনি-সাক্ষীর সে ছবিও কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুচ্ছ গুচ্ছ লাইক পেয়েছিল। এবার সামনে এসেছে ক্যাপ্টেন কুল-এর নাচের মুহূর্ত। সাক্ষীর জন্মদিনে কন্যা জিভা, সাক্ষীর সঙ্গে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন মাহি।
চেন্নাই সুপার কিংস তাঁদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভিডিয়ো তাদের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছে। এই ভিডিয়োটি শেয়ার করার সময়, চেন্নাই সুপারকিংস একটি মজাদার ক্যাপশনও লিখেছে।এই ভিডিওটি দেখার পরে কি আমরা হাসি চেপে রাখতে পারি? 'অবশ্যই না'।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। লাইক, কমেন্টে ভাসছে ওয়াল। আইপিএল শেষ করে রাঁচি ফিরেছিলেন ধোনি। ১৯ নভেম্বর স্ত্রীয়ের জন্মদিন পালন করতে ফের দুবাই উড়ে যান। সেখানে নিখাদ ছুটির মেজাজে ছিলেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এলেও কর্মব্যস্ত জীবন থেকে সরতে চান না ধোনি। তাই নেমে পড়েছেন অরগানিক ফার্মিংয়ের ব্যবসায়। চলছে অর্গানিক চাষ। সঙ্গে দুগ্ধ খামার। দু হাজার কড়ক মুরগির বরাত দিয়েছেন তিনি। কড়ক মুরগি উচ্চমানের মুরগি বলে বিবেচিত হয়। এমনকি ভারতীয় ক্রিকেটারদের পাতে কড়ক মুরগি দেওয়া হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement