Deepika Padukone: ফ্লাইটের ইকোনমি ক্লাসে দীপিকা ! সোশ্যালে ভিডিও ভাইরাল
Deepika Padukon's viral video: দীপিকা পাড়ুকোনকে ফ্লাইটের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে দেখা গিয়েছে।যা ইতিমধ্যেই সোশ্য়ালে ঝড় তুলেছে।
মুম্বই: দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ফ্লাইটের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে দেখা গিয়েছে। অভিনেত্রীর অনবোর্ড ভিডিও শেয়ার করেছেন একজন ভক্ত । যা ইতিমধ্যেই সোশ্য়ালে (Social Media) ঝড় তুলেছে। পাঠান-র বাম্পার সাফল্যের পর, দীপিকাকে নিয়ে আলোচনা সর্বত্র। তবে তাঁকে নিয়ে এমন একটি বিষয়ে আসবে , কেউ কল্পনায় আনেনি।
ফ্লাইটে দীপিকা পাড়ুকোন নিজেকে লোকানোর সবরকম চেষ্টা করেছিলেন
জানা গিয়েছে, পাঠানের অভিনেত্রী নিজেকে লোকানোর সবরকম চেষ্টা করেছিলেন। বিমানের মধ্য দিয়ে যখন অভিনেত্রী যখন হেঁটে যান, হাই দীপিকা বলে একজন সম্বোধন করলেও, ফ্লাইটে তিনি কারও সঙ্গেই কথা বলেননি। এমনকি নিজেকে আড়াল করার জন্য, অরেঞ্জ কালারের ওভারসাইজ জ্যাকেট পরে এসেছিলেন। আর মাথায় বেসবল ক্যাপ। প্রসঙ্গত, 'বেশরম রং' গানে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর পোশাক নিয়ে তৈরি হয় বিতর্ক। শুরু হয় ট্রোলও। কিন্তু তাতে একেবারেই দমে যাননি অভিনেত্রী। এর আগে 'বেশরম রং' গানে দীপিকার পোশাক থেকে পারফরম্যান্স নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন কোরিওগ্রাফার থেকে পরিচালক।
নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে
সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা জানান যে, এই গানের সঙ্গে যুক্ত থাকতে পারাকে তিনি সৌভাগ্যের বলে মনে করছেন। দীপিকা বলেন, 'এমন একটা গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যেকোনও পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আর নিজের প্রতি বিশ্বাস রেখে পারফর্ম করার সুযোগ যখন দেওয়া হচ্ছে, তখন সেভাবেই পারফর্ম করতে হয়। তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে। তাই আমি সবসময়ই ওঁর সঙ্গে (কোরওগ্রাফার বৈভবী মার্চেন্ট) কাজ করতে চাই।
আরও পড়ুন, কোন বাংলা গান বিদ্য়ার সবচেয়ে পছন্দ? গেয়ে শোনালেন নিজেই
আমরা গানটা পাঁচদিন শ্যুটিং করেছিলাম
দীপিকা আরও বলেন, 'খুব ভুল যদি না বলি, তাহলে আমরা গানটা পাঁচদিন শ্যুটিং করেছিলাম। আর সেটা খুব একটা সহজ কাজও থিল না। আবহাওয়া সঠিক ছিল না। কিন্তু বৈভবী আমাদের মেজাজই এমন তৈরি করে দিয়েছিল যে, খুব সহজেই গানটার শ্যুটিং হয়ে গিয়েছিল। গানে স্প্যানিশ কিছু শব্দের ব্যবহার হয়েছিল। যেগুলোর মানে আমার জানা ছিল না। কিন্তু যেভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেভাবেই পারফর্ম করে গিয়েছি।'