এক্সপ্লোর
Advertisement
অঙ্কে ১৫০-এ ১২৬! 'জিনিয়াস নই কিন্তু ভাল ছাত্রী ছিলাম', দেখুন বিদ্যার ক্লাস টেনের রেজাল্ট
বিদ্যা হেসে বলেছেন, হতে পারে তিনি শকুন্তলা দেবীর মতো জিনিয়াস নন অঙ্কে, কিন্তু ভালো ছাত্রী ছিলেন এটুকু তো বলাই চলে! ফ্যানদের উদ্দেশে মজা করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিদ্যা জানতে চেয়েছেন, খুব খারাপ বলা যায় না, কী বলেন সকলে?
নয়াদিল্লি: অঙ্কের কিংবদন্তী শকুন্তলা দেবীকে নিয়ে তৈরি বায়োপিকে সম্প্রতি নামভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালন। কিন্তু তিনি নিজে অঙ্কে কেমন ছিলেন? মজার ছলে নিজের দশম শ্রেণির রেজাল্ট সমেত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিদ্যা। ১৯৯৪ সালে পরীক্ষা দেন বিদ্যা। তাতে দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষায় অঙ্কে ১৫০-এ ১২৬ পেয়েছিলেন বিদ্যা। অর্থাৎ ৮২.৪২ শতাংশ নম্বর। এছাড়া তিনি বিজ্ঞানে ১৫০-এ পেয়েছেন ১২৮, ইংরাজিতে ১০০-য় পেয়েছেন ৭৮ এবং ফরাসিতে পেয়েছেন ৮৭।
I wasn’t a ‘genius’ but I was definitely good :P Wow, not bad haan? Tell me what your maths marks were in the comments below and watch #ShakuntalaDeviOnPrime NOW, @PrimeVideoIN pic.twitter.com/gdWlTu9P1W
— vidya balan (@vidya_balan) August 17, 2020
বিদ্যা হেসে বলেছেন, হতে পারে তিনি শকুন্তলা দেবীর মতো জিনিয়াস নন অঙ্কে, কিন্তু ভালো ছাত্রী ছিলেন এটুকু তো বলাই চলে! ফ্যানদের উদ্দেশে মজা করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিদ্যা জানতে চেয়েছেন, খুব খারাপ বলা যায় না, কী বলেন সকলে? বিদ্যার কথায় যোগ দিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। প্রশংসা করেছেন। অনেকে তো এমনকী নিজের নিজের দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্টও শেয়ার করেছেন।
প্রসঙ্গত যে শকুন্তলা দেবীর চরিত্রে বিদ্যা অভিনয় করেন, তিনি পাঁচ বছর বয়স থেকেই নিজের গণিত-বিদ্যায় সকলকে মুগ্ধ করেন। পাঁচ বছরেই তিনি নিয়মিত অঙ্ক করে দিতেন ১৮ বছর বয়সি ছাত্রদের। ১৩ ডিজিটের গুণ মাত্র ২৮ সেকেন্ডে করে ফেলার জন্য ১৯৮২ সালে তাঁর নাম ওঠে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement