Vikram Vedha: প্রকাশ্যে 'বিক্রম' সেফ আলি খানের লুক, শেয়ার করলেন সহ-অভিনেতা হৃত্বিক
Vikram Vedha: ভারতীয় লোককাহিনি 'বিক্রম ও বেতাল'-এর উপর ভিত্তি করে নির্মিত একটি নতুন ধরনের অ্যাকশন থ্রিলার সিনেমাটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলবে যে একজন গ্যাংস্টারকে খুঁজে বের করতে উদ্যোগী হয়।
![Vikram Vedha: প্রকাশ্যে 'বিক্রম' সেফ আলি খানের লুক, শেয়ার করলেন সহ-অভিনেতা হৃত্বিক Vikram Vedha: Hrithik Roshan Shares Saif Ali Khan's First Look As Tough Cop 'Vikram' Vikram Vedha: প্রকাশ্যে 'বিক্রম' সেফ আলি খানের লুক, শেয়ার করলেন সহ-অভিনেতা হৃত্বিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/97fdec52359d28f7517d0ca109c6358c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগেই প্রকাশ্যে এসেছিল হৃত্বিক রোশনের (Hrithik Roshan) লুক। এবার দেখা মিলল 'বিক্রম'-এর (Vikram)। কথা হচ্ছে আগামী ছবি 'বিক্রম বেদ' (Vikram Vedha) নিয়ে। ছবিতে বেদের চরিত্রে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে। এবার প্রকাশ্যে এলেন বিক্রম ওরফে সেফ আলি খান (Saif Ali Khan)। ছবিতে তাঁকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
ছবিতে সেফের সহ-অভিনেতা হৃত্বিক রোশন এই চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন। ছবির সেট থেকে অভিনেতার একটি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে, সেফকে নীল জিন্সের সঙ্গে সাদা রঙের টি-শার্টের ক্লাসিক কম্বিনেশনে বেশ মানিয়েছে। ছবিতে পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে সেফের মাচো এবং কঠিন অবতারে ভক্তদের অভিনেতাকে মুগ্ধ করেছে।
View this post on Instagram
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক ও সেফ। সঙ্গে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে রাধিকা আপ্তেকে। পুষ্কর ও গায়ত্রী, যাঁরা আসল ছবির লেখক ও পরিচালক ছিলেন, তাঁরাই এই হিন্দি রিমেক তৈরি করছেন।
আরও পড়ুন: Sukesh Chandrasekhar: সুকেশের নিশানায় ছিলেন সারা-জাহ্নবী-ভূমি? আর্থিক তছরুপ মামলায় নয়া মোড়
ভারতীয় লোককাহিনি 'বিক্রম ও বেতাল'-এর উপর ভিত্তি করে নির্মিত একটি নতুন ধরনের অ্যাকশন থ্রিলার সিনেমাটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলবে যে একজন গ্যাংস্টারকে খুঁজে বের করতে এবং হত্যা করতে উদ্যোগী হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে হৃত্বিক রোশনের। প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। এই ছবিতে রয়েছেন অনিল কপূরও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)