Sukesh Chandrasekhar: সুকেশের নিশানায় ছিলেন সারা-জাহ্নবী-ভূমি? আর্থিক তছরুপ মামলায় নয়া মোড়
Sukesh Chandrasekhar: জাহ্নবী কপূর ও সারা আলি খানের থেকে খানিক আলাদা ভূমি পেডনেকরের গল্প। গত জানুয়ারিতে, ইরানি তাঁকে নিউজ এক্সপ্রেস পোস্ট (এনইপি)-এর ভিপি এইচআর পরিচয় দিয়ে যোগাযোগ করেছিলেন।
নয়াদিল্লি: নোরা ফতেহি (Nora Fatehi) এবং জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) পর এবার আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে নাম জড়াল সারা আলি খান, জাহ্নবী কপূর এবং ভূমি পেডনেকরের (Sara Ali Khan, Janhvi Kapoor, and Bhumi Pednekar)। শোনা যাচ্ছে ওই তিন অভিনেত্রীকেও নিশানা করেছিলেন চন্দ্রশেখর।
এক প্রতিবেদন অনুযায়ী, ওই তিন অভিনেত্রীকেও দামি উপহার পাঠাতেন চন্দ্রশেখর। অনুমান করা হচ্ছে, চন্দ্রশেখর যিনি বর্তমানে তিহার জেলে ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় বন্দি, তিনি বিভিন্ন অভিনেত্রী এবং মডেলদের জন্য ২০১৫ সাল থেকে ২০ কোটি টাকা ব্যয় করেছেন।
একটি প্রতিবেদন অনুযায়ী চন্দ্রশেখর ২১ মে, ২০২১-এ সারাকে টেক্সট করেছিলেন, নিজেকে সুরজ রেড্ডি হিসাবে পরিচয় দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাঁকে একটি গাড়ি উপহার দিতে চান । বারবার সমস্ত উপহার ফিরিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত এক বাক্স চকোলেট অভিনেত্রী নেন বলে জানান।
আরও পড়ুন: Sridevi Death Anniversary: শ্রীদেবীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ছোটবেলার ছবি পোস্ট মেয়ে খুশির
সারা আলি খানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন ইডি। তিনি ১৪ জানুয়ারি ২০২২, একটি চিঠি লিখে উত্তর দেন। তিনি সেখানে বলেন, চকলেটের বক্সের পরে, রেড্ডি ওরফে চন্দ্রশেখর তাঁকে একটি ফ্রাঙ্ক মুলারের ঘড়িও পাঠিয়েছিলেন। তাঁর পরবর্তী নিশানা ছিল জাহ্নবী কপূর
২০২১ সালের জুলাই মাসে, চন্দ্রশেখরের স্ত্রী লীনা মারিয়া পল অভিনেত্রী বেঙ্গালুরুর একটি সেলুন উদ্বোধনেও আমন্ত্রণ জানান।
জাহ্নবী কপূর, চন্দ্রশেখর এবং পলের অপরাধমূলক রেকর্ড সম্পর্কে অবগত ছিলেন না। তিনি উদ্বোধনের জন্য তাঁদের থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮.৯৪ লক্ষ টাকা নেন।
টাকা ছাড়াও দামী উপহার যেমন ক্রিশ্চিয়ান ডিওরের ব্যাগও পান পলের মায়ের থেকে। উল্লেখযোগ্য, এটি ছিল র্যানব্যাক্সির প্রাক্তন প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী অদিতি সিংহের কাছ থেকে চন্দ্রশেখরের আদায় করা অর্থের একটি অংশ।
অন্যদিকে জাহ্নবী কপূর ও সারা আলি খানের থেকে খানিক আলাদা ভূমি পেডনেকরের গল্প। গত জানুয়ারিতে, ইরানি তাঁকে নিউজ এক্সপ্রেস পোস্ট (এনইপি)-এর ভিপি এইচআর পরিচয় দিয়ে যোগাযোগ করেছিলেন। তিনি পেডনেকরকে বলেছিলেন যে NEP-এর চেয়ারম্যান সুরজ (চন্দ্রশেখর) তাঁর সঙ্গে একটি প্রকল্প নিয়ে আলোচনা করতে চেয়েছেন এবং তাঁকে একটি গাড়ি উপহার দিতে চান। কারণ তিনি পেডনেকরের বিশাল ভক্ত।
এরপর দিন চন্দ্রশেখর ভূমির সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে 'শেখর' নামে পরিচয় দেন। ইরানির প্রস্তাব তিনি পুনরায় শোনান। তবে শেষ পর্যন্ত অভিনেত্রী তাঁদের থেকে কোনও উপহার গ্রহণ করেননি।