Vikrant Massey : 'ঘরে ফেরার সময় এসেছে' সাফল্যের চূড়ায় বসে কেন অবসর ঘোষণা বিক্রান্তের? চমকে দেওয়া পোস্ট
Vikrant Massey Retirement Announcement : '২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে। শেষ ২টি ছবি ও প্রচুর মুহূর্ত রয়েছে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো ' অবসর ঘোষণা
মুম্বই : টেলি সিরিয়াল থেকে অভিনয় শুরু করেছিলেন। নজর কেড়েছিলেন প্রথম থেকেই । বড়পর্দাতেও তাঁর অভিনয় ক্রিটিক্যালি অ্যাক্লেইমড। ইদানিং কালের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘোষণা করলেন, সাময়িক অবসরে। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)তে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার সম্মান পেয়েছেন। ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েও ছাড়তে চলেছেন চলচ্চিত্র দুনিয়া। জানিয়েছেন সমাজমাধ্যমে। জনপ্রিয় অভিনেতা এ হেন ঘোষণায় স্তম্ভিত ভক্তরা। টুয়েলভথ ফেল ('12th Fail') থেকে দ্য সবরমতী রিপোর্চ (The Sabarmati Report ) - আলাদা করে নজর কেড়েছে বিক্রান্তের অভিনয়। এর ঠিক পরেই সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা তাঁর।
অভিনেতা পয়সা ডিসেম্বরই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন। বলেন, উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত তিনি বিরতিতে থাকবেন। চলচ্চিত্র থেকে সাময়িক অবসরের কারণ তিনি স্পষ্ট করেননি। পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও কোনও উল্লেখ নেই তাঁর সাম্প্রতিকতম পোস্টে। ভক্তদের হতবাক করেছে বিক্রান্তের এই পোস্ট। তিনি জানিয়েছেন, ছবির জগতে তাঁর গত কয়েক বছরের সফর সত্যিই অসাধারণ ছিল। পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন বিক্রান্ত। তবে সকলকে আশ্চর্য করে তিনি লিখেছেন, নিজেকে নতুন করে তৈরি করার সময় হয়েছে। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তিনি উল্লেখ করেছেন, ২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে। শেষ ২টি ছবি ও প্রচুর মুহূর্ত রয়েছে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো ।
২০২৩ সালে টুয়েলভথ ফেলে নজর কাড়েন তিনি। বিধু বিনোদ চোপড়ার মতো পরিচালক তাঁর উপর ভরসা রেখেছেন। সারা দেশের মানুষ এ ছবি দেখে বিক্রান্ত জ্বরে কাবু হয়ে পড়ে। আইপিএস মনোজ কুমার শর্মার ভূমিকায় তাঁর তুখোড় অভিনয় চলচ্চিত্র জগতে তাঁকে বিশেষ মর্যাদা দেয়। এছাড়াও,'ফির আয়ি হাসিন দিলরুবা' এবং 'দ্য সবরমতী রিপোর্ট ' প্রশংসা কুড়িয়ে নেয়। সবরমতী রিপোর্ট দেখে তো বিক্রান্তির কাজের তারিফ করেন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই। অনেক রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে এই ছবিকে। এত বড় সাফল্যের পরও ছবির জগৎ থেকে বিক্রান্তের সাময়িক অবসর ঘোষণায় কার্যত তাজ্জব বনে গিয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সেই স্পষ্ট সেই ভক্ত-হতাশা। এছাড়াও বিক্রান্ত ম্যাসির হাতে আছে' ইয়ার জিগরি' এবং 'আঁখো কি গুস্তাখিয়া'। অভিনেতা কবে কাজে ফিরবেন, তার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ।