Vikrant Massey: আগের দিন অবসর ঘোষণা, পরের দিনই সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিক্রান্ত!
Vikrant Massey News: অবসর ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে তিনি দেখলেন তাঁরই অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট'
কলকাতা: ডিসেম্বরের প্রথম দিনই অবসরের ঘোষণা আর দ্বিতীয় দিনই এই অবসর নিয়েই প্রশ্ন এড়িয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)! ডিসেম্বরের প্রথমেই তিনি সোশ্যাল মিডিয়ায় অবসরের ইঙ্গিত দেন। তিনি বার্তা দেন, ২০২৫ সালে তিনি যে কাজগুলির সঙ্গে যুক্ত রয়েছেন সেগুলি করবেন। তবে এরপরে নতুন কোনও কাজ তিনি হাতে নেবেন না। তিনি অবসর নেবেন অভিনয় থেকে। কারণ হিসেবে বিক্রান্ত দেখাতে চান যে তিনি পরিবারকে সময় দেবেন।
আর অবসর ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে তিনি দেখলেন তাঁরই অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' (‘The Sabarmati Report’)। অন্যদিকে আজকের দিনটাকে বিক্রান্ত ম্য়াসি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা একটি দিন বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, 'আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।' এদিন নরেন্দ্র মোদি বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার প্রশংসা করেন।
এদিন বিক্রান্ত ম্যাসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেও অবসরের প্রশ্ন করতেই একেবারেই এড়িয়ে গেলেন তিনি। অবসর নিয়ে এদিন একটা কথাও বলেননি বিক্রান্ত ম্যাসি। স্বভাবতই আজ তাঁকে সামনে পেয়ে সাংবাদিকরা তাঁর অবসর নিয়ে প্রশ্ন করে বসেন। তবে সেই প্রশ্নের কোনও জবাব না দিয়ে চলে যান বিক্রান্ত। এর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতে চান বিক্রান্ত? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেও কি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারেন বিক্রান্ত? সেই সিদ্ধান্তের উত্তর দেবে সময়।
সোশ্যাল মিডিয়ায় আজ নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখার ছবি পোস্ট করে বিক্রান্ত লিখেছেন, 'মনে রাখার মতো একটা দিন। এই ছবিটা দেখার জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ওঁর প্রশংসা চিরকাল মনে থাকবে।'
View this post on Instagram
আরও পড়ুন: Dhanush-Nayanthara: ধনুষ-নয়নতারা বিবাদের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন ভিগ্নেশ শিবান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।