(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News: ২৫ বছর পর স্ত্রী অনুষাকে নিয়ে IIM-এ ফিরলেন চেতন ভগত, পোস্ট করলেন 'আসল ২ স্টেটস'-এর ছবি
Chetan Bhagat: '২ স্টেটস' ছবির গল্প আবর্তিত হয়েছিল কৃশ ও অনন্যা নামের এক জুটিকে ঘিরে যাঁরা যথাক্রমে পাঞ্জাব ও তামিলনাড়ুর বাসিন্দা। পড়াশোনা করতে গিয়ে তাঁদের প্রেম হয়, সম্পর্ক বাড়ে ও বিয়ে হয়।
নয়াদিল্লি: চেতন ভগতের (Chetan Bhagat) '২ স্টেটস' (2 States) যাঁরা পড়েছেন তাঁরা অবশ্যই জানেন সেই উপন্যাস রচনার নেপথ্য কাহিনি। লেখকের নিজের জীবনের প্রেমকাহিনি থেকে উদ্বুদ্ধ হয়েই তিনি এই বইটি লেখেন। এরপর সেই থেকে তৈরি হয় হিন্দি ছবি '২ স্টেটস', যেখানে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অর্জুন কপূর (Arjun Kapoor)। ২৫ বছর পর স্ত্রীকে নিয়ে নিজেদের সেই চেনা স্থানে ফিরলেন চেতন ভগত। ছবি পোস্ট করলেন 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আহমেদাবাদ' (IIM-A) থেকে। সেখানে গিয়ে একসঙ্গে তুললেন ছবি, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা যারপরনাই খুশি।
নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলেন সস্ত্রীক চেতন
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন চেতন ভগত। প্রথম ছবিতে '২ স্টেটস'-এর আলিয়া ভট্ট ও অর্জুন কপূর। পরের ছবিতে লেখক নিজেই পোজ দিয়েছেন স্ত্রী অনুষার সঙ্গে। ক্যাপশনে লেখেন, '২৫ বছর পর'। তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।
View this post on Instagram
'২ স্টেটস' ছবির গল্প আবর্তিত হয়েছিল কৃশ ও অনন্যা নামের এক জুটিকে ঘিরে যাঁরা যথাক্রমে পাঞ্জাব ও তামিলনাড়ুর বাসিন্দা। পড়াশোনা করতে গিয়ে তাঁদের প্রেম হয়, সম্পর্ক বাড়ে ও বিয়ে হয়। এই বিয়েতে প্রথমে দুইজনেরই বাড়ির লোক মত দিতে চাননি যদিও।
আরও পড়ুন: OTT Series of 2023: 'মির্জাপুর ৩' থেকে 'দ্য ফ্যামিলি ম্যান ৩', ২০২৩-এ নজরে কোন কোন ওটিটি সিরিজ?
চেতন ভগত গত কয়েকদিন 'IIM-A'-তেই সময় কাটিয়েছেন। কলেজের রিউনিয়নে গিয়েছিলেন তিনি। তাঁর পোস্টে অনুরাগীদের মন্তব্যের বন্যা। কারও মতে রিয়েল লাইফ জুটি বেশি সুন্দর, তো কেউ কেউ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এমন সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।