এক্সপ্লোর
Mamata Kulkarni: 'অনেকে হতাশ, ভেবেছিলেন আমি আবার বলিউডে ফিরব', সন্ন্যাস নেওয়ার পরে আর কি বললেন মমতা কুলকার্নি
Mamata Kulkarni News: কিন্তু রঙিন পর্দার বাইরে, মাদক মামলায় বিতর্কে জড়িয়ে ২৪ বছর ছিলেন বিদেশে। তারপর দেশে ফিরে আবার সবাইকে চমকে দিলেন মমতা কুলকার্নি। মহাকুম্ভে সন্ন্যাস নিলেন বলিউডের এক সময়ের সেনসেশন

সন্ন্যাস নিয়ে কী কী দায়িত্ব সামলাতে হবে মমতাকে
1/10

অভিনয় থেকে বহু দূরে, জাগতিক মোহও ত্যাগের পথে নয়ের দশক কাঁপানো মমতা কুলকার্নি। মহাকুম্ভে কিন্নর আখড়ায় সন্ন্যাস গ্রহণের পর অভিনেত্রীর নতুন পরিচয় হল মমতা নন্দগিরি।
2/10

'ভোলি ভালি লড়কি'... সাদামাটা প্রেমের গানটা মনে পড়লে, ভেসে ওঠে তাঁরই ছবি... তবে ৯-এর দশকে, আদতে তিনিই ছিলেন বলিউডের 'বম্বশেল'! নাহলে কী আর 'কোই যায়ে তো লে আয়ে' আইটেম সং-এ কোমর ঝাকিয়ে ওইভাবে ঝড় তুলতে পারে কেউ!!
3/10

কিন্তু রঙিন পর্দার বাইরে, মাদক মামলায় বিতর্কে জড়িয়ে ২৪ বছর ছিলেন বিদেশে। তারপর দেশে ফিরে আবার সবাইকে চমকে দিলেন মমতা কুলকার্নি। মহাকুম্ভে সন্ন্যাস নিলেন বলিউডের এক সময়ের সেনসেশন।
4/10

মমতা কুলকার্নি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘২০০০ সাল থেকে আমার তপস্যা। আজ আমার ২৩ বছর হয়ে গেল। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি...২৩ বছরে আমি কী তপস্যা করেছি, কী ধ্যান করেছি, বহু প্রশ্নে আমি পাস হয়ে গেছি। উৎকীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি।’
5/10

১৯৯১ সালে একটি তামিল সিনেমা দিয়েই, অভিনয় জগতে এসেছিলেন মমতা। দক্ষিণী ছবির পাশাপাশি, একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিট একাধিক সিনেমা... আর জুটি?
6/10

শাহরুখ থেকে সলমন। আমির খান থেকে অক্ষয় কুমার, গোবিন্দা থেকে, সুনীল শেট্টি, সেফ আলি খান। কে বাদ ছিলেন? অনেক সিনেমায় তো শুধু আইটেম সং-এ নেচেই জাস্ট কাঁপিয়ে দিয়েছেন। তবে সেই জনপ্রিয়তা, মমতা কুলকার্নির কপালে বেশিদিন ছিল না।
7/10

একটা সময় ছোট পোশাকেই যিনি বড় পর্দায় ঝড় তুলতেন, সেই মমতা কুলকার্নি শুক্রবার আপাদমস্তক গেরুয়া বসনে মহাকুম্ভে দিলেন একের পর এক ডুব।
8/10

মমতা কুলকার্ণি আরও বলেছেন, ‘অনেকেই হতাশ, আমার অনেক ফ্যান হতাশ, কারণ তাঁরা আশা করেছিলেন যে আমি আবার বলিউডে ফিরব। মহাকাল, মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। মহাদেব, মহাকালীর আদেশ ছিল... এই দিনটা তিনি বেছে দিয়েছেন, আমি কিছু করিনি।’
9/10

একের পর এক সফল ছবির নায়িকা হয়েও ২০০০ সালে নিজের দেশকে কার্যত বিদায় জানিয়েছিলেন মমতা। এরপর ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি।
10/10

ঠাণে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই বিতর্ককে সঙ্গী করেই গত ডিসেম্বরে দেশে ফেরেন মমতা। আর এবার দিলেন নতুন চমক।
Published at : 25 Jan 2025 01:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
