Heeramandi: কেন শিরোনামে 'হীরামাণ্ডি ? কেন কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর ?
Vivek Agnihotri: বিবেক (Vivek Agnihotri) বলেন, 'আমি পুরো ছবিটি দেখিনি। কিন্তু লাহোরের হীরামান্ডি এলাকায় আমি বহুবার গিয়েছি। বলিউডের ছবিতে বারবার গণিকা পতিতাদের মহান করে দেখান হয়।
মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশলীর ছবি 'হীরামান্ডি'। আর সেই ছবিকে ঘিরেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। আলমজেব চরিত্রে ছবির অভিনেতাকে কটাক্ষের মুখে পড়তে হয় নেটিজেনদের। আর এবার সঞ্জয় লীলা বনশলীর 'হীরামান্ডি'কে তোপ দাগলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) স্পষ্টই বলেন যে 'হীরামান্ডি' (Heeramandi) আদপে গণিকাপল্লীকে ঘিরে রোমান্টিক কল্পনায় মজে উঠেছে। ছবিটি দেখেননি বিবেক, কিন্তু ছবির বিষয় ঘিরে তাঁর অর্জিত জ্ঞানের ভিত্তিতেই কটাক্ষের সুর শুনিয়েছেন পরিচালক।
বিবেক (Vivek Agnihotri) বলেন, 'আমি পুরো ছবিটি দেখিনি। কিন্তু লাহোরের হীরামান্ডি এলাকায় আমি বহুবার গিয়েছি। বলিউডের ছবিতে বারবার গণিকা পতিতাদের মহান করে দেখান হয়, তাঁদের ঘিরে রোমান্টিক কল্পনা গড়ে তোলা হয়। এটা শুনতে খুবই খারাপ লাগে যে, এই সমস্ত গণিকাপল্লী পতিতালয়গুলি কখনও সৌন্দর্য, ঐশ্বর্যে ভরপুর ছিল না। এগুলি মানুষের যুগ যুগ ধরে করে চলা অন্যায়, অত্যাচার ও অবিচারের প্রতীক। যারা এ সম্পর্কে জানেন না তাঁরা পরিচালক শ্যাম বেনেগালের 'মান্ডি' ছবিটি দেখে নিতে পারেন।'
শুধু এখানেই শেষ নয়, 'হীরামান্ডি' নিয়ে বিবেক (Vivek Agnihotri) আরও বলেন, 'একটি প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতেই হয়, মানুষের সৃষ্টিশীলতা কি মানুষের দুঃখ-কষ্ট-যন্ত্রণাকে গ্ল্যামারাইজ করার স্বাধীনতা দেয় ? বস্তির জীবনকে এই ছবিতে প্রাচুর্যের জীবন হিসেবে চিত্রায়িত করা হয়েছে বলেই মনে হয়। বস্তির বাসিন্দাদের পোশাক এমনভাবে চিত্রিত হয়েছে যেন তাঁরা অম্বানিদের বিয়েতে যোগ দিচ্ছেন।'
নেটফ্লিক্সের আরেকটি ওয়েব সিরিজের প্রশংসা করতে করতেই 'হীরামান্ডি'র (Heeramandi) কথা উঠে আসে বিবেক অগ্নিহোত্রীর মুখে। জনৈক পাকিস্তানি ডাক্তার হামদ নওয়াজ এই ছবি দেখে বলেন, 'আপনার ছবিকে ১৯৪০-এর লাহোরে নিয়ে ফেলবেন না, আর যদি করেনও তাতে যেন আগ্রার প্রেক্ষিত, লক্ষ্ণৌয়ের পোশাক, দিল্লির উর্দু সব মিলিয়ে মিশিয়ে দেবেন না।' মূলত পাকিস্তানি এই ডাক্তারের কথার রেশ ধরেই তাঁকে সমর্থন করে সমালোচনায় যোগ দেন বিবেক অগ্নিহোত্রী। হীরামান্ডি আদপে পাকিস্তানের লাহোরের একটি প্রাচীন স্থান যেখানে একসময় একটা পতিতাপল্লী ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত