এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সাহস থাকলে প্রকাশ্যে ইন্ডাস্ট্রি সম্পর্কে এভাবে বলা সম্ভব, কঙ্গনা প্রসঙ্গে মন্তব্য বিবেক ওবেরয়ের
নয়াদিল্লি: টিনসেল টাউনে এখন বিতর্কের কেন্দ্রে বলিউড কুইন কঙ্গনা রানাউত। হৃতিক রোশন, আদিত্য পাঞ্চোলি, কর্ণ জোহর, স্বজনপোষণ, নানা ইস্যুতে তিনি এখন বলিউডের বিভিন্ন লোকের পরোক্ষ বা প্রত্যক্ষ আক্রমণের মুখে। তবে দিন কয়েক আগেই কঙ্গনার হয়ে সওয়াল করেন, তাঁর রেঙ্গুন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। এবার মুখ খুললেন বিবেক ওবেরয়।
বিবেক ওবেরয় বললেই মনে পরে সাথিয়া, ওমকারা, কম্পানি ছবির কথা। এছাড়াও একসময় তিনি মাখো মাখো প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে। তবে সেই সমস্তই আজ অতীত। 'কৃশ থ্রি'তে কঙ্গনার সহ-অভিনেতা ছিলেন তিনি।তাঁর কাছে হালে বলিউডে চলা এই বিতর্ক প্রসঙ্গে কিছু বলতে বলা হয় এক সাক্ষাত্কারে। সেখানে প্রথমে বিবেক স্পষ্ট জানান, কাউকে সম্পূর্ণ না জেনে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীনতার সামিল।
তারপরই ৩১ বছর বয়সি বিতর্কিত অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সওয়াল করেন বিবেক। অভিনেতার দাবি, বলিউডের এই অন্ধকার দিক প্রসঙ্গে মুখ খোলার জন্যে অনেক সাহস থাকা প্রয়োজন, সকলের সেটা থাকে না। তারপরই তিনি বলেন, আসলে কঙ্গনা একজন সোজাসাপটা মানুষ, এবং তিনি যা বলেছেন বা বলছেন সবটাই নিজের হৃদয় থেকে। একজন মহিলা যিনি ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ একজন আউটসাইডার ছিলেন। তাঁকে টিনসেল টাউনে এসে, কতটা হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, সেটা বলার জন্যে অনেকটা মনের জোর থাকা একান্ত প্রয়োজনীয়। মূলত একজন তারকা যখন বলিউডের অন্দরের কথা এভাবে প্রকাশ্যে এনে ফেলেন, তখন স্বাভাবিক ভাবেই সেই নিয়ে তর্ক হবে।
২০১৩ সালে 'কৃশ থ্রি'তে বিবেক ছাড়াও ছিলেন হৃত্বিক, প্রিয়ঙ্কা চোপড়া এবং অবশ্যই কঙ্গনা।
এরপর বিবেকের কাছে হৃত্বিক-কঙ্গনার বিতর্কিত সম্পর্ক নিয়ে মন্তব্য করতে বলা হলে, তিনি পুরো ঘটনা না জেনে কারও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement