এক্সপ্লোর
Advertisement
মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যা দক্ষিণী অভিনেত্রী ভিজে চিত্রার, শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ভিজে চিত্রা আত্মঘাতী হয়েছেন বলে খবর। দক্ষিণী অভিনেত্রী ভিজে চিত্রার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
চেন্নাই: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ভিজে চিত্রা আত্মঘাতী হয়েছেন বলে খবর। দক্ষিণী অভিনেত্রী ভিজে চিত্রার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাত্র ২৮ বছর বয়সেই জীবনে ইতি টেনে দিলেন এই তামিল অভিনেত্রী। চেন্নাইয়ের নাজারেথপেট্টাইয়ের পাঁচতারা হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
জনপ্রিয় টেলিভিশন শো পান্ডিয়ান স্টোরসে মুল্লালির ভূমিকায় তাঁর অভিনয় নজর কেড়েছিল। নাজারেথপেট্টাইয়ের পাঁচতারা হোটেলের ঘরে তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শ্যুটিং শেষ করে রাত আড়াইটে নাগাদ হোটেল রুমে ফিরে আসেন। হোটেলে তিনি হবু স্বামী হেমন্তের সঙ্গে ছিলেন। সম্প্রতি তাঁর ব্যবসায়ী হেমন্তের সঙ্গে বাগদান হয়েছিল।
তামিল ইন্ডাস্ট্রির বিভিন্ন টিভি চ্যানেলে সঞ্চালক হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁকে সম্প্রতি পান্ডিয়ান স্টোরস সিরিয়ালে দেখা গিয়েছিল। মুল্লালির ভূমিকা তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছিল। তৈরি হয়েছিল বড় ফ্যান বেস। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাককেন এবং অনুরাগীদের জন্য নিয়মিত ছবি ও পোস্ট শেয়ার করতেন।
জানা গেছে, অবসাদের কারণে ভিজে চিত্রা আত্মঘাতী হয়েছে। তাঁর আকস্মিক প্রয়াণে হতচকিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রতিভাময়ী অভিনেত্রীর প্রয়াণে তাঁরা শোক প্রকাশ করেছেন। এক ট্যুইটার ইউজার লিখেছেন, চিত্রার আত্মহত্যা খুবই মর্মান্তিক। তিনি খুবই প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
অন্য এক ইউজার লিখেছেন, খুবই প্রতিভাময়ী নৃত্যশিল্পী, অসাধারণ অভিনেত্রী। পান্ডিয়ান স্টোরসে আপনার চরিত্র অন্য কেউ তুলে ধরতে পারবেন না। আত্মার শান্তি কামনা করছি।
পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। চিত্রার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement