এক্সপ্লোর
অন্তঃসত্ত্বা নেহা ধুপিয়া! তাই কি শিগগিরই বিয়ে করলেন অভিনেত্রী, সত্যিটা জানুন

মুম্বই: সোনাম কপূরের বিয়ে নিয়ে যখন সরগরম ছিল টিনসেল টাউন, তখন আচমকাই সকলের অন্তরালে, কার্যত চুপিসারে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী নেহা ধুপিয়া। বিয়ের পরের দিনই মধুচন্দ্রিমায় বেরিয়ে যান নবদম্পতি। শোনা যায় ফিরে এসে মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন দেবেন নেহা। কিন্তু আচমকা ফের শিরোনামে চলে এলেন তিনি। সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল। অন্তঃসত্ত্বা নেহা, এবং শোনা যায় সেইজন্যে এত তাড়াতাড়ি লুকিয়ে বিয়েটি সারলেন অভিনেত্রী। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিষন সিংহ বেদীর ছেলে অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন নেহা। সূত্রের খবর, অন্তঃসত্ত্বা নেহা নিজের বেবি বাম্প ঢাকতে নাকি ঢিলেঢালা পোশাক পরছেন। এন্টারটেইনমেন্ট পোর্টাল বলিউড বাবেলে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁদেরকে এক সূত্রের তরফে জানানো হয়েছে নেহা অন্তঃসত্ত্বা এবং শিগগিরই সেই খবর সামনে আসবে। সেইজন্যে এই তাড়াহুড়োয় বিয়ে। তবে নেহার মুখপাত্রকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি খবরটা অস্বীকার করেন। এরপর আমাদের প্রতিনিধি অভিনেত্রীর বাবার সঙ্গে যোগাযোগ করেন। তিনিও একই কথা বলেন। তিনি জানিয়েছেন, যেহেতু নেহা জাঁকজমকহীন ভাবে বিয়েটি সেরেছেন, তাই সকলে নানা জল্পনা করছে। কিন্তু বিয়েটি তাড়াতাড়ি সারার কারণ, নবদম্পতির কারও হাতেই তেমন সময় নেই, নিজের নিজের কাজের কারণে, দাবি নেহার বাবার। প্রসঙ্গত, গত ১০ মে, দক্ষিণ দিল্লির এক গুরুদ্বারে আনন্দ করাজ রীতি মেনে বিয়ে করেন নেহা-অঙ্গদ। আপাতত অভিনেত্রীর বাবা এবং মুখপাত্র যা বলছেন, তাতে তিনি অন্তঃসত্ত্বা নন। জল্পনায় কান না দেওয়াই ভাল। সুখবর থাকলে, অভিনেত্রী নিশ্চয়ই ঘোষণা করবেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















